সমকালীন প্রতিবেদন : রং খেলার জামা আবার নতুন হবে! ভাবছেন কীভাবে? আগে প্ল্যান করুন, দোলের দিন কেমন পোশাকে সাজবেন আপনি? সাদা নাকি গাঢ় রং? কী রঙের ড্রেস পরবেন? হোলির নতুন জামা বাতিল না করে আবারও পরতে চান নিশ্চয়ই? সব সম্ভব। আজকের এই প্রতিবেদনে থাকছে দোল স্পেশাল কিছু ফ্যাশন টিপস।
প্রথমেই বলি, অল্প দামে বাহারি পোশাকেই হোলির সাজ সম্পূর্ণ করুন। কারণ, নতুন ড্রেস একবার পরার পর মোটেই ফেলে দিতে মন চায় না। তাই, এমন কিছু পোশাক ওইদিনের জন্যে বেছে নিতে হয়, যা একবার পরার পরে আবার পরা যেতে পারে। এবার বলবো সেটা কীভাবে সম্ভব? এই জন্য শিখে রাখুন কিছু ফ্যাশন ট্রিক।
সাদা : প্রথমেই আসি সাদা রঙের কথায়। দেখুন, যদি দোলের দিন একান্তই সাদা রঙের পোশাক পরার ইচ্ছে থাকে, তাহলে হয়তো সেই পোশাক পরবর্তী সময়ে বড় কোনও অনুষ্ঠানে আপনি পরতে পারবেন না। তবে পরের বছর দোলে আবার সেই সাদা পোশাক আপনি পরতে পারেন। এই বছর সাদা রঙের টি-শার্ট বেছে নিন। সাদা কুর্তাও পরতে পারেন।
তবে আবির খেলার পরে কিংবা রং মাখার পরে বাড়ি এসে সেই জামা জলের বালতিতে সাবান দিয়ে ভিজিয়ে দিন। এই সময়ে পোশাকের কোনও কোনও অংশ এলাস্টিক ব্যান্ড দিয়ে বেঁধে দিতে পারেন। তারপর সেই জামা পরের দিন কেচে নিন। এলাস্টিক ব্যান্ড খুলে ফেলুন। একটি টাই-ডাই এফেক্ট পাবে আপনার কুর্তা বা টি-শার্টটি। পরের দোলে নতুন লুকে ধরা দিতে পারেন আপনি।
গাঢ় রঙ : অনেকেই আবার একটু গাঢ় রংয়ের পোশাক পরে রং খেলতে পছন্দ করেন। আপনিও কালো, বেগুনি বা গাঢ় লাল রঙের পোশাক পরতে পারেন। বারবার রং লাগলেও সেই পোশাকের উপর কোনও হেরফের তৈরি হবে না। শুধু রং খেলার পর বাড়ি ফিরে গরম জলে সাবান গুলে সেই জামা-প্যান্ট ভিজিয়ে দিন। পরেরদিন কেচে ফেলুন। তারপর দুবার এই একই পদ্ধতি মেনে চলুন। পোশাক থেকে সব রং উঠেও যাবে। পরে সেই পোশাক খুব ভালোভাবে পরতে পারবেন। তবে কোনও অনুষ্ঠানে না পরাই ভালো।
ওড়না : ফ্যাশনের ক্ষেত্রে দোলের দিন আর একটা বিশেষ জিনিস পোশাকের সাথে আপনি ব্যবহার করতে পারেন। দোলের দিন একটা সুন্দর লুক পাওয়ার জন্য আপনি দোপাট্টা বা ওড়না ব্যবহার করতেই পারেন। সে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল পোশাক হোক বা টি-শার্ট, দোপাট্টার ছোঁয়ায় লুকটাই কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। আবার এই দোপাট্টা আপনি পরবর্তী সময়েও ব্যবহার করতে পারবেন।
এগুলোর পাশাপাশি আরো কতগুলো ছোটখাটো টিপস দোলের জন্য দেওয়া থাকছে এখানে।
১) ফুল স্লিভ পোশাক পরার চেষ্টা করুন ওইদিন।
২) সুতির ফ্যাব্রিক পরতে পারেন।
৩) আবার ব়্যাপিড ড্রাই ফ্যাব্রিক পরলে বেশি ভালো। তাহলে গায়ে জল বসার সম্ভাবনাও থাকে না।
৪) আর যদিওবা সাদা রঙের আউটফিট পরেন, তাহলে অবশ্যই সাজে রঙের ছোঁয়া দেওয়ার চেষ্টা করুন। সে জুয়েলারি হোক কিংবা ঘড়ি, পায়ের জুতো।
৫) না হলে পরতে পারেন সাদা কাস্টমাইজ করা পোশাক। যা এই মুহূর্তে ভীষণভাবে ট্রেন্ডে চলছে।
তবে একটা কথা মনে রাখবেন, ট্রেন্ড পরিবর্তনের হাত ধরে দোল বা হোলি উপলক্ষে চালু হওয়া ফ্যাশনে গা ভাসানোর পাশাপাশি নিজেদের যত্ন নিতে একদম ভুলবেন না। দোল কাটান আনন্দে। জীবন হোক আরো রঙিন।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন