Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

আইপিএল-এ ব্যর্থ হলেও এখন আগুন ঝরাচ্ছে ঋষভ পন্থের ব্যাট

Rishabh-Pant

সমকালীন প্রতিবেদন : গতবছর নভেম্বরে সৌদি আরবের জেড্ডায় হয়েছিল আইপিএল নিলাম। সঞ্জীব গোয়েঙ্কা ব্যাংক ভেঙে লখনউ সুপার জায়ান্টসে ২৭ কোটি টাকায় সই করান ঋষভ পন্থকে। ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে শুধু ঋষভকে নিতেই এই বিরাট অঙ্ক খরচ করেছিল এলএসজি। কেএল রাহুলের সিংহাসনে বসেছিলেন পন্থ। তবে পন্থ এই বিরাট প্রাইস ট্যাগের সুবিচার করতে পারেননি। ১৪ ম্যাচে মাত্র ২৬৯ রান করে তুমুল সমালোচিত হয়েছিলেন। 

আর এবার চলে এলো পন্থের দলবদলের খবর। শুধু দলবদলই নয়, জানিয়ে দেওয়া হল যে, কবে পন্থ নিলামে উঠবেন! পন্থ ফিরছেন দিল্লিতে। কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের জার্সিতে নয়। আসন্ন দিল্লি প্রিমিয়ার লিগে ঋষভকে খেলতে দেখা যাবে। বোঝাই যাচ্ছে যে, ফের একবার নিলাম-যুদ্ধ বাঁধাতে চলেছেন তিনি। পন্থ সেরা ভারতীয় ব্যাটারদেরই একজন। 

তিনি একাই নন, আইপিএলের বেশ কয়েকজন তারকাও ডিপিএল খেলার আগ্রহ দেখিয়েছেন।পন্থ-সহ ৯ ভারতীয় রয়েছেন বলেই জানা যাচ্ছে! প্রিয়াংশ আর্য, দিগ্বেশ রাঠি, ইশান্ত শর্মা, আয়ূশ বদোনি, হর্ষিত রানা, হিম্মত সিং, সূয়শ শর্মা, ময়াঙ্ক যাদব, এবং অনুজ রাওয়াতও নিলামে উঠবেন। তাঁরাও পুলের অংশ। ৬ এবং ৭ জুলাই নয়াদিল্লিতে নিলাম অনুষ্ঠিত হবে। 

দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন  জানিয়েছে যে, ডিপিএলে দু'টি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হচ্ছে। যার ফলে মোট দলের সংখ্যা হবে ৮। সবিতা পেইন্টস প্রাইভেট লিমিটেডের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আউটার দিল্লি ফ্র্যাঞ্চাইজি ১০.৬ কোটি টাকায় খেলবে। ভীম টোলিং অ্যান্ড ট্র্যাফিক সলিউশনস প্রাইভেট লিমিটেড এবং ক্রেয়ন অ্যাডভারটাইজিং লিমিটেডের একটি কনসোর্টিয়াম নয়াদিল্লি ফ্র্যাঞ্চাইজি ৯.২ কোটি টাকায় অধিগ্রহণ করেছে। 

বিদ্যমান ছ'টি ফ্র্যাঞ্চাইজি -সেন্ট্রাল দিল্লি কিংস, ইস্ট দিল্লি রাইডার্স, নর্থ দিল্লি স্ট্রাইকার্স, পুরানি দিল্লি ৬, সাউথ দিল্লি সুপারস্টারজ এবং ওয়েস্ট দিল্লি লায়ন্স। এখন এটাই দেখার যে এই লিগে পন্থকে কোন দল নেয়। পাশাপাশি ঋষভ এই টুর্নামেন্টে কেমন খেলেন, সেদিকেও নজর থাকবে সকলের।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন