সমকালীন প্রতিবেদন : অফ ফর্মকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। সেঞ্চুরি হাঁকিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। দ্রুততম ব্যাটার হিসাবে পেরিয়েছেন ১৪ হাজার রানের গণ্ডি। এবার আরও এক নজির গড়ার সামনে দাঁড়িয়ে তিনি-বিরাট কোহলি। আগামী রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই নতুন রেকর্ডের মুকুট বসতে পারে কিং কোহলির মাথায়।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করেছিলেন। তাঁর দুরন্ত ইনিংসে ভর করেই টুর্নামেন্টের ফাইনালে ওঠে ভারত। ওই ম্যাচে একগুচ্ছ রেকর্ড গড়েছিলেন কোহলি। আইসিসি টুর্নামেন্টে সপ্তমবার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন তিনি। এই তালিকায় তিনি চতুর্থ।
শচীন তেণ্ডুলকর আইসিসি ইভেন্টে ১০ বার ম্যাচের সেরা হয়েছেন। রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল হয়েছেন ৮ বার। এছাড়াও শচীন তেণ্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রান তাড়া করতে নেমে ৮০০০ রান পূর্ণ করেন কোহলি। ১৭০টি ম্যাচে এই সাফল্য অর্জন করেন তিনি।
রান তাড়া করতে নেমে শচীন ২৪২টি ম্যাচে করেছেন ৮৭২০ রান। নাথান এলিসের ক্যাচ নিয়ে ক্যাচ ধরারও রেকর্ড গড়েছেন বিরাট। ফিল্ডার হিসাবে সবচেয়ে বেশি ক্যাচের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ১৬১টি ক্যাচ নিয়ে। এই টুর্নামেন্ট চলাকালীনই দ্রুততম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন বিরাট।
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে আরও একটি নজির গড়ার হাতছানি থাকবে বিরাটের সামনে। এখনও পর্যন্ত সবমিলিয়ে তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭টি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর সংগ্রহ ৭৪৬ রান।
ফাইনালের দিন তিনি যদি ৫৪ রান করেন, তাহলে ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যক্তি হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮০০ রানের মালিক হবেন বিরাট। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন ক্রিস গেইল। ৭৯১ রান করেছেন ইউনিভার্স বস। ফাইনালে তাঁকে টপকে যেতে পারেন কিং কোহলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন