Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

আলোচনার আগেই গ্রেপ্তার-অভিযোগ, আশা ও পুর স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদে উত্তাল রাজ্য

 

ASHA-workers-protest

সমকালীন প্রতিবেদন : আশা ও পুর স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধি-সহ সাত দফা দাবিতে আন্দোলন ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল রাজ্যে। গত ৭ জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানের পর বেতন বৃদ্ধি নিয়ে সমাধান না হওয়ায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ২১ জানুয়ারি অর্থাৎ আজ ফের আলোচনার আশ্বাস দিয়েছিলেন। সেই বৈঠকে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার আশা ও পুর স্বাস্থ্যকর্মী কলকাতার উদ্দেশে রওনা দিতেই পুলিশের বিরুদ্ধে বেআইনি গ্রেপ্তারের অভিযোগ উঠেছে।

সংগঠনের দাবি, আলোচনায় যোগ দিতে আসার সময় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে, এমনকি ট্রেন ও বাস থেকেও পুলিশ আটক ও গ্রেপ্তার শুরু করে। বুধবার সকাল থেকে বনগাঁ, আসানসোল, শিয়ালদা-সহ একাধিক স্টেশনে কর্মীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার অভিযোগও উঠেছে। এতে আলোচনার আগেই ভয়ভীতি দেখিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে AIUTUC-এর রাজ্য সম্পাদক অশোক দাস বলেন, “সরকার কথা দিয়েও কথা রাখেনি। উল্টে আশা ও পুর স্বাস্থ্যকর্মীদের গ্রেপ্তার ও হুমকি দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও আইনবিরুদ্ধ। আমরা অবিলম্বে সমস্ত গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীকে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।” পাশাপাশি তিনি বলেন, আশা কর্মীদের ন্যায্য দাবি মেনে নিয়ে কর্মবিরতি প্রত্যাহারের পরিবেশ তৈরি করতে হবে, যাতে শহর ও গ্রামের গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করা যায়।

এই ঘটনার প্রতিবাদে আগামীকাল সারা বাংলা প্রতিবাদের ডাক দিয়েছে সংগঠনগুলি। আন্দোলন ঘিরে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও প্রশাসন।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন