সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত অবস্থান জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। আইসিসি স্পষ্ট করে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতে এসেই বিশ্বকাপ খেলতে হবে, শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর কোনও প্রশ্ন নেই। বুধবার আইসিসির বোর্ড বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
আইসিসি জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ ভারতে দল না পাঠালে বিকল্প দলকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। সূত্রের খবর, সেক্ষেত্রে ক্রমতালিকার ভিত্তিতে স্কটল্যান্ড সুযোগ পেতে পারে। যদিও এ বিষয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি।
আইসিসির বোর্ড মিটিংয়ে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থার দাবি, স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন এবং আয়োজকদের আশ্বাস অনুযায়ী ভারতে বাংলাদেশের ক্রিকেটার, কর্মকর্তা, সাংবাদিক ও সমর্থকদের জন্য কোনও বিশ্বাসযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই। সূচি বদলালে ভবিষ্যতে আইসিসি ইভেন্টগুলির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হতে পারে বলেও মত দেওয়া হয়।
বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচ শ্রীলঙ্কায় সরানো বা গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও রাখা হয়েছিল। তবে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দেয়। আইসিসির মুখপাত্র জানান, “বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থ ও ধারাবাহিকতা বজায় রাখতেই নির্ধারিত সূচি অপরিবর্তিত রাখা হয়েছে।” এখন বিসিবির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন