Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বনগাঁ ইস্টবেঙ্গল ফ্যানস: খেলা ও সমাজসেবায় সমান তালে এগিয়ে চলা এক অনন্য গ্রুপ

সমকালীন প্রতিবেদন : ইস্টবেঙ্গল মানেই আবেগ, আর সেই আবেগকে বুকে নিয়ে বছরের পর বছর ধরে একতাবদ্ধভাবে পথ চলছে ‘বনগাঁ ইস্টবেঙ্গল ফ্যানস’ নামের এক অনন্য সমর্থক সংগঠন। শুধু কলকাতা নয়, বাংলার সীমানা ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই ফ্যান ক্লাবের সদস্যরা।

বনগাঁ ইস্টবেঙ্গল ফ্যানসদের উন্মাদনা সীমাহীন—উড়িষ্যা, জামশেদপুর, কিংবা দেশের অন্য প্রান্ত—যেখানেই ইস্টবেঙ্গলের খেলা, সেখানেই উপস্থিত এই দলের সদস্যরা। ক্লাবের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং নিরন্তর সমর্থনই তাঁদের মূল চালিকা শক্তি। খেলার মাঠে গ্যালারি রাঙিয়ে তুলেছে লাল-হলুদের স্লোগান, পতাকা আর আবেগ।

তবে শুধু খেলা নয়, সমাজের প্রতিও তাঁদের দায়বদ্ধতা প্রশংসনীয়। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন—দুঃস্থদের সাহায্য, রক্তদান শিবির, বই ও পোশাক বিতরণ—এসব কাজেও সক্রিয় ভূমিকা নেয় ‘বনগাঁ ইস্টবেঙ্গল ফ্যানস’।

আজ ইস্টবেঙ্গলের সমর্থক সংগঠনগুলোর মধ্যে অন্যতম নাম ‘বনগাঁ ইস্টবেঙ্গল ফ্যানস’। খেলার মাঠে উচ্ছ্বাস আর মাঠের বাইরে মানবিকতার বার্তা—এই দুই মেলবন্ধনেই গড়ে উঠেছে তাঁদের পরিচয়। সত্যিই, এই গ্রুপ প্রমাণ করেছে—ইস্টবেঙ্গল শুধু একটি ফুটবল ক্লাব নয়, এটি এক অনুভব, এক ঐক্যের প্রতীক। আজ যুবভারতী প্রাঙ্গণে ডার্বির ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচ দেখতে হাজির হয়েছেন বনগাঁ ইস্টবেঙ্গল ফ্যানস এর সদস্যরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন