সমকালীন প্রতিবেদন : কয়েক মাস পরেই ভারতের মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০টি দল। শেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরশাহি। ফলে, আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপে দেখা যাবে বিশ্বের সেরা দুই ডজনের কম ক্রিকেট শক্তিকে এক মঞ্চে।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই, ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ মার্চ। আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে প্রতিযোগিতাটি। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ইউরোপীয় যোগ্যতা পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ইটালি। সেই সঙ্গে ইউরোপীয় অঞ্চলেরই নেদারল্যান্ডসও নিশ্চিত করেছে টিকিট।
অন্যদিকে, বৃহস্পতিবার জাপানকে হারিয়ে সংযুক্ত আরব আমিরশাহি যোগ দিয়েছে বিশ্বকাপের দলে। এই গ্রুপ থেকে এর আগেই ওমান ও নেপাল তাদের জায়গা নিশ্চিত করেছিল। বাকি আটটি স্থান নির্ধারিত হয়েছে আঞ্চলিক বাছাই পর্বের মাধ্যমে। তারমধ্যে আমেরিকা অঞ্চলে কানাডা, ইউরোপ অঞ্চলে ইটালি, নেদারল্যান্ডস, আফ্রিকা অঞ্চলে নামিবিয়া, জিম্বাবোয়ে, এশিয়া/ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ওমান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি।
আয়োজক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই সরাসরি তাদের জায়গা নিশ্চিত করেছে। এর পাশাপাশি ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্স এবং আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি টিকিট পেয়েছে ১০টি দল। তারা হল– আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপেও থাকছে গতবারের মতো ফরম্যাট। ২০ দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইট পর্বে। সেখান থেকে দুটি গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে। সব ম্যাচই হবে রাউন্ড রবিন পদ্ধতিতে, অর্থাৎ প্রত্যেক দল নিজেদের গ্রুপের বাকি দলগুলির বিরুদ্ধে একবার করে খেলবে।
উল্লেখ্য, ২০২৪ সালে মার্কিন মুলুকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। সেই ট্রফি জয়ের পরই টি-২০ ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। এবার ঘরের মাঠে শিরোপা ধরে রাখাই হবে নবীন নেতৃত্বের ভারতের লক্ষ্য।
ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইটালি, নামিবিয়া, জিম্বাবোয়ে, ওমান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি।
আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই রোমাঞ্চকর প্রতিযোগিতায় ইতিহাস গড়তে মুখিয়ে থাকবে নতুন মুখ ইটালি এবং অভিজ্ঞদের সঙ্গে তাল মেলাতে চাইবে উদীয়মান দলগুলি। ভারতের মাটিতে এবারও টি-২০ ক্রিকেটের উৎসবের অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন