Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

গোপালনগরে নিষিদ্ধ শব্দবাজি-সহ ব্যবসায়ী গ্রেফতার

 

Wordplay-Rescue

সমকালীন প্রতিবেদন : দুর্গাপুজোর প্রাক্কালে শব্দবাজি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। নিষিদ্ধ করা হয়েছে সমস্ত রকম শব্দবাজির বিক্রি ও ব্যবহার। আদালতের নির্দেশ মেনে রাজ্যজুড়ে চলছে ব্যাপক পুলিশি তৎপরতা। কলকাতা থেকে শুরু করে প্রত্যন্ত জেলাগুলিতেও চলছে তল্লাশি অভিযান।

এরই মধ্যে গোপালনগর থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পাঁচপোতা বাজার এলাকায় হানা দেয় গোপালনগর থানার একটি ‌দল। সেখানকার এক ব্যবসায়ীর দোকান থেকে প্রায় চার কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। ঘটনায় ব্যবসায়ী দীনেশ কীর্তনীয়া–কে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী উৎসবের মরসুমে বেআইনি ভাবে শব্দবাজি বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছিল বিপুল পরিমাণ বাজি। বাজিগুলির মধ্যে বেশ কয়েকটি উচ্চ শব্দক্ষমতার পটকা ও তীব্র বিস্ফোরক জাতীয় উপাদান ছিল বলে পুলিশের দাবি।

শনিবার ধৃত দীনেশ কীর্তনীয়াকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। দুর্গাপুজোয় নিষিদ্ধ বাজি বিক্রি ও ব্যবহার রুখতে ইতিমধ্যেই জেলাজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। পুলিশ জানিয়েছে, আগামী কয়েকদিন বাজার ও দোকান এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন