সমকালীন প্রতিবেদন : বেহাল রাস্তাই কেড়ে নিল এক নাবালকের প্রাণ। শনিবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ১৬ বছরের এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা-দত্তপুলিয়া সড়কের চরমন্ডল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আকাশ মল্লিক (১৬)। বাড়ি বাগদা থানার পাথুরিয়া এলাকায়। শনিবার রাতে দত্তপুলিয়া থেকে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিল সে। অভিযোগ, খারাপ রাস্তায় পিচ দেওয়ার কাজ চলছিল। সেই কারণে রাস্তায় পাশে একটি রোলার ফেলে রাখা ছিল।
চোখে না দেখা গর্তে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সেই রোলারে ধাক্কা মারে আকাশের বাইক। জোরে আঘাতের ফলে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার উপর বড় বড় গর্ত এবং আলো না থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁরা দাবি করেছেন, দ্রুত রাস্তা মেরামতের পাশাপাশি নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহন ও যন্ত্রপাতি রাস্তার ধারে না রেখে সুরক্ষিত স্থানে রাখতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন