সমকালীন প্রতিবেদন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের আগে ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয়—রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ। দু’জনকেই ফের দেখা যাবে আসন্ন সীমিত ওভারের সিরিজে, তবে এটাই কি তাঁদের শেষ ওয়ানডে সিরিজ? নির্বাচকদের বক্তব্যে যেমন অনিশ্চয়তার আভাস মিলেছে, তেমনই নতুন অধিনায়ক শুভমন গিলের মন্তব্যে উঁকি দিচ্ছে আশাবাদ।
চ্যাম্পিয়ন্স ট্রফির বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত ও বিরাট। ফিটনেস পরীক্ষায় সফল হলেও তাঁদের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি জানিয়েছিলেন, “ওরা বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই বলা সম্ভব নয়। রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্তও ভবিষ্যতের পরিকল্পনার অংশ।”
তবে বৃহস্পতিবার উল্টো সুরে কথা বললেন নতুন অধিনায়ক শুভমন গিল। তাঁর স্পষ্ট ঘোষণা, “রোহিত ভাই এবং বিরাট ভাই আমাদের বিশ্বকাপ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ওদের অভিজ্ঞতা ও দক্ষতা ভারতীয় ক্রিকেটের অমূল্য সম্পদ।” গিল আরও বলেন, “বিশ্বে এমন ক্রিকেটার খুব কম, যারা এতগুলো ম্যাচে দেশকে জেতাতে পেরেছে। রোহিত ভাই ও বিরাট ভাইয়ের মান, অভিজ্ঞতা ও ধারাবাহিকতা আমাদের আগামী বিশ্বকাপে দারুণভাবে সাহায্য করবে।”
২৫ বছর বয়সে ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব পেয়ে গিল এখন নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তাঁর বক্তব্যে স্পষ্ট—তিনি রোহিত শর্মার দর্শন ও নেতৃত্বের ধারা থেকেই প্রেরণা নিতে চান। “রোহিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সবচেয়ে বড় শিক্ষা, কীভাবে চাপের মধ্যেও ঠান্ডা মাথায় থাকা যায়। দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করার ক্ষমতাও ওর থেকে শেখার মতো। আমি চেষ্টা করব আমার নেতৃত্বে সেই ঐক্য ধরে রাখতে।” বলেন গিল।
দলনেতা হিসেবে নিজের লক্ষ্য নিয়েও পরিষ্কার শুভমন। “অতীতে কী করেছি, সেটা নয়—আমি সামনের দিকে তাকাতে চাই। আগামী কয়েক মাসে যত ট্রফি সামনে আছে, সব জেতাই আমার লক্ষ্য,” মন্তব্য গিলের। নতুন অধিনায়ক হিসেবে গিলের আত্মবিশ্বাসের পিছনে বড় ভূমিকা রয়েছে কোচ গৌতম গম্ভীরেরও। তাঁদের সম্পর্ক প্রসঙ্গে গিল বলেন, “গম্ভীর স্যার সব সময় এমন পরিবেশ তৈরি করতে চান, যাতে খেলোয়াড়েরা নিরাপদ বোধ করে। আমরা একসঙ্গে ফাস্ট বোলারদের শক্তিশালী পুল তৈরি করার পরিকল্পনা নিয়েও কাজ করছি।”
শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় ওয়ানডে দলের নতুন যুগ শুরু হতে চলেছে। তবে এই পরিবর্তনের মধ্যেই রোহিত ও বিরাটকে ঘিরে চলছে অনিশ্চয়তার কুয়াশা। নির্বাচকদের পরিকল্পনা ভবিষ্যতের জন্য হলেও, শুভমন গিলের বিশ্বাস—অভিজ্ঞতার আলোতেই ভারত এগোবে সামনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন