সমকালীন প্রতিবেদন : চাঁদের আলোয় রাখা পায়েস ঘুরিয়ে দেবে জীবন। কোজাগরী লক্ষ্মীপুজোর রাতেই করুন কিছু গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু কতক্ষন পূর্ণিমা থাকবে সেটা জানা দরকার। আর্থিক সমস্যার সমাধান থেকে মধুর প্রেম জীবন পেতে, ওই পূর্ণিমার রাতে কি কি করবেন নিয়ম মেনে? মনে করে, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে ৫টি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। পদ্মাসনে একটা পশমের আসনে বসবেন। তারপর?
সম্পদ বৃদ্ধির জন্য এবং জীবনে সুখ আনতে চাই মা লক্ষ্মীর আশীর্বাদ। কোজাগরীর রাতে তার জন্য বিশেষ পুজো ও প্রার্থনা করতে হয়।
১) ওইদিন পায়েস তৈরি করে সারা রাত চাঁদের আলোয় রেখে পরের দিন প্রসাদ হিসেবে খাওয়া ভালো। তাতে স্বাস্থ্য ভাল থাকে। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
২) তাছাড়া, আর্থিক সঙ্কট কাটানোর জন্য পুজোর সময় ৫টি পান পাতার উপরে একটি করে লবঙ্গ, এলাচ, সুপারি এবং মুদ্রা রাখুন। পুজোর পরে লাল কাপড়ে লবঙ্গ, এলাচ, সুপারি ও মুদ্রা বেঁধে ঘরে টাকা রাখার মতো নিরাপদ স্থানে রেখে দিন। মনে করা হয় এই নিয়ম মানলে খুব শীঘ্রই আর্থিক সঙ্কট দূর হয়।
৩) শাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মী মাখানা খুব পছন্দ করেন। কারণ এটি জল থেকে উদ্ভূত, বিশুদ্ধ এবং সাদা। তাই কোজাগরীর সন্ধ্যায় বা রাতে দেবীকে মাখানা নিবেদন করুন। পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে।
৪) পূর্ণিমার সন্ধ্যায় পুজোর জন্য ময়দা মাখুন এবং ৫,৭ অথবা ১১টি প্রদীপ তৈরি করুন। সমস্ত প্রদীপে ঘি দিন এবং প্রতিটিতে একটি করে লবঙ্গ রাখুন। তার পরে দেবী লক্ষ্মীর আরাধনার সময়ে প্রদীপগুলি জ্বালান এবং আপনার ইচ্ছে বা সমস্যার কথা বলুন। মা লক্ষ্মীর কৃপায় শীঘ্রই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার ইচ্ছা পূরণ হবে।
৫) প্রেমের ক্ষেত্রেও দারুন কাজ হয় এরকম একটা নিয়ম জেনে নিন। প্রাচীন প্রথা অনুসারে, পূর্ণিমার রাতে স্বামী-স্ত্রী একসাথে চাঁদের আলোয় থাকলে দম্পতির মধ্যে প্রেম এবং সাহচর্য বৃদ্ধি পায়।
কিন্তু কবে করবেন এইসব নিয়ম কানুন? জানেন এবার লক্ষ্মীপুজো কবে? বিজয়া দশমীর পর এবার কোজাগরী লক্ষ্মীপুজোর তোড়জোড়। বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে পূজিতা হন শ্রী এবং সম্পদের দেবী মা লক্ষ্মী৷ এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে আগামী ৬ অক্টোবর, সোমবার৷ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, সকাল ১১টা ২৪ মিনিট থেকে। আর পূর্ণিমা তিথির সমাপ্তি ঘটছে মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, সকাল ৯টা ৩৩ মিনিটে।
মনে করা হয় এই তিথিতে দেবী লক্ষ্মীর পুজো করলে ধনসম্পদে ভরে থাকে গৃহস্থের সংসার৷ তাই রাত জেগে দেবী লক্ষ্মীর আবাহনই প্রচলিত নিয়ম৷ বিশ্বাস করা হয়, এই রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন এবং ঘরে ঘরে খোঁজ করেন "কো জাগরতি?" অর্থাৎ, "কে জেগে আছো?" যারা রাত জেগে দেবীর আরাধনা করেন, দেবী তাঁদের আশীর্বাদ করেন এবং সম্পদ দান করেন।










কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন