Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

পেট্রাপোল সীমান্তে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ, বিএসএফের জালে ভারতীয় ট্রাকচালক

 

Gold-rescue

সমকালীন প্রতিবেদন : ফের সোনা পাচারের চেষ্টায় সফলভাবে বাধা দিল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশে পণ্য রপ্তানির পর খালি ট্রাকে ভারতে ফেরার পথে প্রায় ২ কোটি ৪৫ লক্ষ টাকার সোনা উদ্ধার করল জওয়ানরা। ঘটনায় এক ভারতীয় ট্রাকচালককে আটক করা হয়েছে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর আসে যে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের পরিকল্পনা করা হয়েছে। সেই সূত্র ধরে দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পেট্রাপোল সীমান্তে তল্লাশি অভিযান শুরু করেন। বিশেষভাবে নজর দেওয়া হয় বেনাপোল থেকে ফেরা খালি ট্রাকগুলির দিকে।

তল্লাশির সময় এক ট্রাকের কেবিনের ভিতর থেকে উদ্ধার হয় দুটি সবুজ রঙের প্যাকেট। প্যাকেট খুলতেই বেরিয়ে আসে ৬টি সোনার বার ও ২টি সোনার বিস্কুট, মোট ওজন প্রায় ২ কেজি ৯৭৪ গ্রাম। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৫ লক্ষ ৭৯ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ট্রাকচালক স্বীকার করেছে, সে একজন ‘ক্যারিয়ার’ হিসেবেই এই পাচারে যুক্ত ছিল। পাচারচক্রের নির্দেশে বাংলাদেশ থেকে সোনা ভারতে আনার দায়িত্ব ছিল তার। ঘটনায় ব্যবহৃত ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সোনা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জনসংযোগ আধিকারিক বলেন, “সীমান্তে শুধু অনুপ্রবেশ বা অবৈধ পারাপার নয়, সব রকম পাচার রোধ করতেই আমাদের জওয়ানরা সর্বদা সতর্ক। তাদের তৎপরতার ফলেই এত বড় সোনা পাচারের চেষ্টাকে রুখে দেওয়া সম্ভব হয়েছে।”

ঘটনাটি পেট্রাপোল সীমান্তে সোনা পাচার রোধে বিএসএফের আরও এক বড়সড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, আন্তর্জাতিক পাচারচক্রের সক্রিয়তা বাড়ায় সম্প্রতি এই অঞ্চলে নজরদারি আরও বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন