Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

হোয়াটসঅ্যাপকে টক্কর দেবে ভারতের দেশীয় অ্যাপ ‘আরাত্তাই’

 

Domestic-app-'Arattai'

সমকালীন প্রতিবেদন : দেশীয় প্রযুক্তির জোয়ারে নতুন পালক যুক্ত করল ভারতের তথ্য-প্রযুক্তি সংস্থা জোহো কর্পোরেশন। সংস্থাটি তৈরি করেছে একেবারে দেশীয় উদ্যোগে গড়া নতুন কমিউনিকেশন অ্যাপ — ‘আরাত্তাই(Arattai)’, যার লক্ষ্য সরাসরি হোয়াটসঅ্যাপকে প্রতিদ্বন্দ্বিতা করা।

‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষার, যার অর্থ ‘সহজ কথা’ বা ‘Simple Talk’। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে অ্যাপটির দর্শন— সহজ, নিরাপদ ও দেশীয় যোগাযোগব্যবস্থা গড়ে তোলা। প্রায় দেড়শো জন ভারতীয় ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি বিশেষজ্ঞের হাতে তৈরি এই অ্যাপ সম্পূর্ণ ‘মেড ইন ইন্ডিয়া’।

জোহোর প্রতিষ্ঠাতা ও সিইও শ্রীধর ভেম্বু জানিয়েছেন, আগামী ১২ মাসের মধ্যেই ৩৫ কোটি ভারতীয় ব্যবহারকারী তাঁদের মোবাইল, ল্যাপটপ ও টেলিভিশনে ব্যবহার করবেন ‘আরাত্তাই’। তাঁর দাবি, “এটি শুধু ভারত নয়, আন্তর্জাতিক পর্যায়েও হোয়াটসঅ্যাপকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে।”

‘আরাত্তাই’-এ হোয়াটসঅ্যাপের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন, ডকুমেন্ট শেয়ারিং, ভয়েস ও ভিডিও কলিং এবং গ্রুপ চ্যাটের সুবিধা থাকছে। এর পাশাপাশি অন্যতম আকর্ষণ— ১২টি ভারতীয় আঞ্চলিক ভাষায় কথোপকথনের সুযোগ, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে সংস্থার দাবি।

বিশেষজ্ঞদের মতে, এত দিন ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি বিশ্ববাজারে বড় ভূমিকা নিলেও, কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে ভারত পিছিয়ে ছিল। গুগল, ফেসবুক, টুইটার বা হোয়াটসঅ্যাপ— সবই বিদেশি উদ্যোগ, কিন্তু সেই সংস্থাগুলিতেও ভারতীয় ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। ‘আরাত্তাই’ যেন সেই শূন্যস্থান পূরণের প্রচেষ্টা— ভারতীয়দের হাতে তৈরি ভারতীয় পণ্যের গর্বিত উত্থান।

সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক যে পাঁচ দফা ‘ভিশন প্ল্যান’ ঘোষণা করেছে, তার অন্যতম লক্ষ্য দেশীয় সফ্টওয়্যার পণ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। বিশেষজ্ঞদের মতে, জোহোর ‘আরাত্তাই’ সেই পরিকল্পনারই বাস্তব প্রতিফলন। ভারতীয় স্টার্ট-আপ ও প্রযুক্তি কোম্পানিগুলিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে যে ‘ডিজিটাল আত্মনির্ভর ভারত’ উদ্যোগ নেওয়া হয়েছে, ‘আরাত্তাই’ তারই এক প্রতীক হয়ে উঠতে পারে।

তবে চ্যালেঞ্জও কম নয়। ভারতে প্রায় প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে অভ্যস্ত। তাই বাজারে জায়গা পেতে ‘আরাত্তাই’-এর শুধু দেশীয় আবেগ নয়, প্রয়োজন হবে নতুন ফিচার, মজবুত নিরাপত্তা কাঠামো এবং উন্নত গ্রাহক পরিষেবা। শ্রীধর ভেম্বুর কথায়, “আমরা শুধু একটি অ্যাপ তৈরি করছি না, আমরা তৈরি করছি এমন এক যোগাযোগ প্ল্যাটফর্ম, যা ভারতীয় মূল্যবোধে গাঁথা, ভারতীয় ডেটার সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।”

বিশেষজ্ঞদের মতে, ‘আরাত্তাই’-এর সাফল্য নির্ভর করবে ব্যবহারকারীদের বিশ্বাস ও ব্যবহারযোগ্যতার উপর। তবে একথা অস্বীকার করা যায় না, এই অ্যাপের মাধ্যমে ভারতের ডিজিটাল দুনিয়ায় একটি নতুন অধ্যায়ের সূচনা হল— যেখানে ভারতীয় প্রযুক্তি শুধু সেবা নয়, নিজস্ব পণ্য নিয়েও বিশ্ববাজারে পা রাখতে শুরু করেছে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন