Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বনগাঁ বিজেপি সভাপতির বিতর্কিত মন্তব্যে তীব্র তরজা

 

Controversial-comments

সমকালীন প্রতিবেদন : বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষের এক বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শোনা যাচ্ছে, বিকাশবাবু নাকি বলেছেন— “সঠিক মানুষেরা কেউ না বিজেপি করে না। অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে, তারাই প্রধান হয়ে যায়।”

ভিডিওটি সামনে আসতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি, তবে সেটি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

বিজেপি সভাপতির মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষে শান দিয়েছে তৃণমূল কংগ্রেস। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, “বিজেপি সভাপতি অকপটে স্বীকার করেছেন, তাঁদের দলের নেতৃত্বের মধ্যে রাজনৈতিক যোগ্যতার অভাব রয়েছে। তাঁদের জনপ্রতিনিধিরা রাজনৈতিকভাবে অশিক্ষিত— এ কথা তিনি নিজেই বলেছেন। এজন্য তাঁকে ধন্যবাদ জানাই।”

বিতর্ক ছড়াতেই মুখ খোলেন বিকাশ ঘোষ। তিনি ভিডিওটিকে সম্পূর্ণ “ভিত্তিহীন ও ভুয়ো” বলে উড়িয়ে দেন। তাঁর কথায়, “ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। তৃণমূল কংগ্রেস হচ্ছে দু’নম্বুরির মাস্টার। আমাদের বক্তব্য কেটে এআই দিয়ে বদলে দিয়ে বিজেপি নেতাদের মুখে অন্য কথা বসানো হচ্ছে। এসব করে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না।”

বিজেপির দাবি, এটি তৃণমূলের পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত, যার উদ্দেশ্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। অন্যদিকে, তৃণমূলের বক্তব্য— এই ভিডিওতেই প্রকাশ পেয়েছে “বিজেপির ভেতরের বাস্তব চিত্র”।

ভিডিওটি আদৌ সত্যি কিনা, বা এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত হয়েছে কিনা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই ঘটনায় বনগাঁ থেকে রাজ্য রাজনীতি পর্যন্ত ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন