সমকালীন প্রতিবেদন : গোপালনগর থানার উদ্যোগে অবশেষে স্বস্তি ফিরল মুর্শিদাবাদের এক পরিবারের মুখে। দু’বছর আগে নিখোঁজ হওয়া ছেলেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত বাবা-মা। শনিবার গোপালনগর থানার পুলিশ নিখোঁজ যুবক মোশারফ শেখকে তাঁর পরিবারের হাতে তুলে দেন। সেই মুহূর্তে থানার পরিবেশ ভরে ওঠে কান্না আর আনন্দের আবেগে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার বাসিন্দা মোশারফ শেখ পেশায় ছিলেন রাজমিস্ত্রি। প্রায় চার বছর আগে স্ত্রী ঘর ছাড়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সেই সময় থেকেই পেশায় ফেরিওয়ালা তাঁর বাবা শেখ দাদরিজ এবং মা মামদা বিবি অসুস্থ ছেলেকে যত্নে আগলে রাখতেন। কিন্তু প্রায় দু’বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান মোশারফ। তারপর থেকেই শোকে ও আশঙ্কায় দিন কাটছিল ওই পরিবারের।
সম্প্রতি গোপালনগর থানার সাতবেড়িয়া বাজার এলাকায় এক অচেনা যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। থানার আধিকারিকরা তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। মানসিকভাবে অসুস্থ অবস্থাতেও ধীরে ধীরে নিজের নাম ও বাড়ির ঠিকানা জানাতে সক্ষম হন ওই যুবক। জানা যায়, তাঁর নাম মোশারফ শেখ, বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায়।
ঘটনার পর গোপালনগর থানার তরফে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় সংশ্লিষ্ট থানায়। খবর পেয়ে তড়িঘড়ি বনগাঁয় পৌঁছান মোশারফের পরিবার। শনিবার পুলিশের উপস্থিতিতে পরিবারের হাতে তুলে দেওয়া হয় যুবকটিকে। ছেলেকে দেখে আবেগ সামলাতে পারেননি মা মামদা বিবি। চোখের জলে ভেজা কণ্ঠে তিনি বলেন, “ছেলেকে এবার বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করাব। আর কোনওদিন একা ছাড়ব না।”






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন