Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

পুজোয় ভিজবে বাংলা, হাওয়া অফিসের অশনিসংকেত

 

Rain-during-Puja

সমকালীন প্রতিবেদন : ‌আর মাত্র ক’দিন বাকি দুর্গাপুজোর। পুজো জাগ্রত দ্বারে! মহালয়ার ভোরেই দেবীপক্ষের সূচনা হলেও রাজ্যের আকাশ কিন্তু মুখ ভার। শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টির দাপট। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাসে পুজোয় স্বস্তির বদলে অস্বস্তির বার্তা মিলেছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ইতিমধ্যেই সক্রিয় নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা ঘোষণা করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আশঙ্কা। তবে মহালয়ার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকেই কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মহালয়ার সকাল অনেকটাই বৃষ্টি-স্বস্তি নিয়ে আসবে। ফলে বিভিন্ন ঘাটে তর্পণ করতে বিশেষ অসুবিধা হবে না। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে কিছু এলাকায়। সারাদিনই মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি ঘনীভূত হয়ে পুজোর মধ্যে প্রভাব ফেলতে পারে বাংলায়। ফলে চতুর্থী থেকেই ভারী বৃষ্টির দাপট শুরু হতে পারে। মাঝে কিছুটা বিরতি মিললেও নবমী থেকে ফের বৃষ্টি বাড়বে। এমনকি নবমীর রাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি ৩০ সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত তৈরির ইঙ্গিতও মিলছে, যা আবহাওয়াকে আরও অস্থির করে তুলতে পারে।

দুর্গাপুজোর আগে থেকেই বাজার চাঙ্গা। প্যান্ডেল ঘুরতে উৎসুক মানুষও ভিড় করছেন কেনাকাটায়। তবে হাওয়া অফিসের এই পূর্বাভাসে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। কারণ, প্রবল বৃষ্টির দাপটে মাটি হতে পারে উৎসবের রঙ।

অর্থাৎ, মহালয়ার সকাল খানিকটা স্বস্তি দিলেও দেবীপক্ষের দিনগুলিতে ফের সক্রিয় হবে বৃষ্টি। চতুর্থী থেকে দশমী পর্যন্ত বারবার ভিজতে পারে বাংলা। ফলে এবারের দুর্গোৎসব আনন্দের সঙ্গে ভিজে উঠতে চলেছে প্রবল বর্ষণে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন