Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সুপার ফোরের ভারত–পাকিস্তান ম্যাচে কি দেখা যাবে সৌজন্য বিনিময়?

 

Handshake-controversy

সমকালীন প্রতিবেদন : এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে চিরাচরিত উত্তেজনার পাশাপাশি এবার সামনে এসেছে এক অস্বস্তিকর বিষয়—হ্যান্ডশেক বিতর্ক। গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি পাকিস্তানের ক্রিকেটারদের। সেই প্রশ্ন উঠেছিল, সুপার ফোরের লড়াইয়ে কি দেখা যাবে দুই দলের সৌজন্য বিনিময়? উত্তর মিলেছে—না।

আইসিসি স্পষ্ট নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে, ভারতের খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করতে হবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এই বিষয়ে বৈঠক করেছেন আইসিসি-র সিইও সংযোগ গুপ্তের সঙ্গে। পরে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা ও কোচ মাইক হেসনের সঙ্গেও নকভির বৈঠক হয়। 

সেখানে পাক শিবিরকে জানানো হয়, সুপার ফোরের ম্যাচেও যেন তারা ভারতের ক্রিকেটারদের দিকে হাত বাড়িয়ে না দেন। ফলে আগামী রবিবারও দুই দলের মধ্যে হ্যান্ডশেকের ছবি দেখা যাবে না। এরই মধ্যে আরেক বিতর্কে নাম জড়িয়েছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের। পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছে, ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁর আচরণ নিয়ে আপত্তি জানিয়েছিল তারা। 

পরবর্তী সময়ে লাহোরে রামিজ রাজা ও নাজম শেট্টির উপস্থিতিতে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান নকভি। বোর্ডের তরফে দাবি করা হয়, সেই বৈঠকেই পাইক্রফ্ট ক্ষমা চান। এর সমর্থনে একটি ভিডিও প্রকাশ করে পিসিবি, যেখানে দেখা যায় পাক কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত পাইক্রফ্ট। তবে সেই ভিডিওতে কোনও শব্দ নেই, ফলে ক্ষমা চাওয়া নাকি কেবল ব্যাখ্যা দেওয়া—তা নিয়ে সংশয় থেকেই যায়।

অন্যদিকে, আইসিসি-র ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, পাইক্রফ্টের ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। বরং তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন মাত্র। আইসিসি-র বক্তব্য, ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফ্ট কোনও ভুল করেননি এবং তাঁকে সরানোর কোনও প্রয়োজন নেই। পাকিস্তানের প্রস্তাব অনুযায়ী তাঁকে বদলে রিচি রিচার্ডসনকে দায়িত্বে আনার অনুরোধও নাকচ করে দিয়েছে আইসিসি।

আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও দেশের চাপের কাছে নতিস্বীকার করা তাদের পক্ষে সম্ভব নয়। তা হলে আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষতার প্রশ্ন উঠবে। সংস্থার যুক্তি, ম্যাচ রেফারি নিয়োগ করা তাদের নিজস্ব দায়িত্ব এবং পাইক্রফ্টকে সরানোর মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি।

এই আবহেই ফের মুখোমুখি হচ্ছে ভারত–পাকিস্তান। মাঠের ভেতরে লড়াই হবে ব্যাট ও বলের, কিন্তু ম্যাচ শেষে সৌজন্যের হাত মেলানো—যা খেলাধুলার ঐতিহ্যের অংশ—তা থেকে বঞ্চিত হতে চলেছেন দর্শকেরা। ফলে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি হ্যান্ডশেক বিতর্কও রয়ে গেল এশিয়া কাপের আলোচনার কেন্দ্রে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন