সমকালীন প্রতিবেদন : বনগাঁয় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্ধারিত কর্মসূচিতে শেষ মুহূর্তে বদল ঘটলো। হেলিকপ্টারে গোলযোগ ধরা পড়ায় আকাশপথের বদলে সড়কপথে বনগাঁর উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে নির্ধারিত সময়ে সভা শুরু করা সম্ভব হচ্ছে না।
- এসআইআর এর প্রতিবাদে আজ বনগাঁয় জনসভা এবং গাইঘাটায় পদযাত্রা করার কর্মসূচি নেওয়া হয়েছে। দুপুর ১টা নাগাদ হেলিকপ্টারে করে আকাশপথে বনগাঁয় পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেখান থেকে শহরে প্রথমে জনসভা এবং পরে গাইঘাটায় পদযাত্রা করার কথা রয়েছে।
- কিন্তু শেষ পর্যন্ত হেলিকপ্টারে সমস্যা দেখা দেওয়ায় আকাশপথে বনগাঁতে আসার কর্মসূচি বাতিল করে সড়কপথে বনগাঁর উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে নির্ধারিত সময়ে সভা শুরু করা সম্ভব হচ্ছে না। দলীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর বনগাঁতে পৌঁছাতে প্রায় ৩টে বেজে যাবে।
- বনগাঁর সভা শেষ করে গাইঘাটায় পৌঁছাতে বিকেল ৪টে বেজে যাবে বলে মনে করা হচ্ছে। যদিও দলের পক্ষ থেকে প্রকাশ্যে এব্যাপারে কোনও ঘোষণা রাখা হয় নি। এই মুহূর্তে বনগাঁর সভামঞ্চে উপস্থিত হয়েছেন মমতা ঠাকুর, নারায়ণ গোস্বামী, সুজিত বসু, রথিন ঘোষ, নির্মল ঘোষ, সব্যসাচী দত্ত, পার্থ ভৌমিক, বীনা মন্ডল, বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন