Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বৈভবকে একবার সামনে থেকে দেখতে সাহসী অভিযান দুই কিশোরীর

Vaibhav-Suryavanshi

সমকালীন প্রতিবেদন : তার নাম শুনলেই উন্মাদনায় ভরে উঠছে স্টেডিয়াম। ক্রিকেটের ইতিহাসে এমন উন্মাদনা সচরাচর দেখা যায় না। ভারতীয় ক্রিকেটের নতুন ‘পোস্টার বয়’ বৈভব সূর্যবংশীর জন্য ইংল্যান্ডেও শুরু হয়েছে বৈভব-ম্যানিয়া। মাত্র ১৪ বছর বয়সেই গ্ল্যামার আর ক্রিকেট প্রতিভার অনন্য মিশেলে বিশ্বমঞ্চে সাড়া ফেলে দিয়েছে এই তরুণ প্রতিভা। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পাশাপাশি এবার তার জনপ্রিয়তা নিয়ে শোরগোল শুরু হয়েছে ব্রিটিশ মিডিয়াতেও।

সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ একদিনের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে শতরান হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছে বৈভব। ভেঙে দিয়েছে পাকিস্তানের কামরান গুলামের ৫৩ বলে শতরানের পুরনো রেকর্ড। গোটা সিরিজে পাঁচ ম্যাচে তার মোট সংগ্রহ ৩৫৫ রান। স্ট্রাইক রেট ১৭৪.০২। আর ছক্কা সংখ্যা? একেবারে ২৯টি! এই বয়সেই এই পরিসংখ্যানই প্রমাণ করে, বৈভবের মধ্যে ভবিষ্যতের আন্তর্জাতিক তারকার ছায়া স্পষ্ট।

কিন্তু কেবল ক্রিকেট নয়, বৈভব এখন সোশ্যাল মিডিয়া ও জনমানসে এক রীতিমতো ‘সেলিব্রিটি’। এমনই এক অভাবনীয় ঘটনা ঘটল ইংল্যান্ডের উরস্টারে। বৈভবকে একবার সামনে থেকে দেখার আশায় রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে ছ’ঘণ্টা গাড়ি চালিয়ে সেখানে হাজির হল দুই কিশোরী অনিয়া ও রিভা। বয়সে তারা বৈভবের সমবয়সি হলেও, ভক্তির মাত্রা ছিল পূর্ণাঙ্গ তারকাদের জন্য যেমন হয়, তেমনই। 

‌ওই দুই কিশোরী জানায়, বৈভবকে দেখে তারা দারুণ অনুপ্রাণিত। তার ব্যাটিং স্টাইল, আত্মবিশ্বাস এবং মাঠে আচরণ তাদের অভিভূত করেছে। এই আবেগঘন মুহূর্তের ছবি রাজস্থান রয়্যালস নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, বৈভবকে দেখে চোখেমুখে আনন্দের ঝিলিক দুই কিশোরীর, যারা হাসিমুখে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে।

বৈভবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুলনার ঝড়। কেউ বলছেন, ‘নতুন ঋষভ পন্থ’, কেউ বা ‘নতুন যুবরাজ’। তবে বৈভব এখনও নিজেকে নিয়ে বিশেষ কিছু বলছে না। সে শুধু ব্যাট হাতে নামছে, রান করছে, আর একের পর এক অনুরাগীকে নিজের খেলায় মুগ্ধ করে চলেছে। তার চোখে এখন শুধুই ক্রিকেট আর দেশের জার্সিতে খেলার স্বপ্ন। 

ভারতের মতো ক্রিকেট-পাগল দেশে এক প্রতিভাবান কিশোরের উত্থান নতুন কিছু নয়। কিন্তু এত অল্প বয়সে আন্তর্জাতিক মানের রেকর্ড গড়ে, ভিনদেশের কিশোর-কিশোরীদের হৃদয় জিতে নেওয়া— এটা নিঃসন্দেহে বৈভব সূর্যবংশীকে করে তুলছে বিশেষ এক নাম। যদি সব ঠিকঠাক চলে, তাহলে হয়তো একদিন ভারতীয় জাতীয় দলের জার্সিতে বৈভব সূর্যবংশীর সেঞ্চুরি দেখবে বিশ্ব ক্রিকেট। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন