Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার কিভাবে পালন করবেন?

 ‌

Monday-of-Shravan

সমকালীন প্রতিবেদন : শিবের প্রিয় মাসে মহাদেবের আশীর্বাদ পেতে প্রতি সোমবার মেনে চলুন এই নিয়ম। ১৪ জুলাই, শ্রাবণের প্রথম সোমবার। একটু ভুলচুক হলেই কিন্তু বিপদ। শ্রাবণ মাসে ভক্তিভরে শিবের আরাধনা করলে মহাদেব প্রসন্ন হন। কিন্তু কিভাবে করবেন আরাধনা? উপোস করার পরিকল্পনা? সেক্ষেত্রেও মানুন পদ্ধতি। পরিবারের মঙ্গলের জন্য শ্রাবণ মাসের যেকোনও সোমবারে রুদ্রাভিষেক পুজো দিতে পারেন। জপ করতে পারেন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। বাকি বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। 

শ্রাবণ মাসের প্রতিটি সোমবার 'শ্রাবণ সোমবার' নামে পরিচিত। যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে মহাদেবের পুজো করলে তিনি বিশেষভাবে তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। তাই ভাগ্য ফেরাতে শ্রাবণ মাসের সোমবারে মেনে চলুন কিছু নিয়ম। 

ক) ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে মন্দিরে যান। শিবলিঙ্গে শুদ্ধ জল, কাঁচা দুধ, বিল্বপত্র, ধুতুরা ফুল, আকন্দ ফুল, চন্দন এবং মধু নৈবেদ্য সাজিয়ে দিন। "ওঁ নমঃ শিবায়" মন্ত্র জপ করতে করতে জলাভিষেক করুন। এতে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে।

খ) শ্রাবণ মাসের সোমবারগুলোতে উপোস রাখা অত্যন্ত শুভ। যদি পূর্ণ উপোস সম্ভব না হয়, তাহলে একবেলা ফলমূল বা নিরামিষ খাবার খান। আপনার মানসিক ও শারীরিক শুদ্ধতার জন্য এই উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয়, এই সময় উপবাস রেখে মহাদেবের পুজো করলে ভক্তের সমস্ত ইচ্ছে পূর্ণ হয়।

গ) এবারের যে নিয়ম বলবো তা সাধারণত রোগ-শোক ও দুঃখ দূর করার জন্য করা হয়। হ্যাঁ পরিবারের মঙ্গলের জন্য শ্রাবণ মাসের যেকোনও সোমবারে রুদ্রাভিষেক পুজো দিতে পারেন। এই পুজোয় শিবলিঙ্গকে বিভিন্ন নৈবেদ্য সহকারে অভিষেক করানো হয়। মনে রাখবেন, জীবনে শান্তি-সমৃদ্ধি বৃদ্ধি পাওয়া যায় এই পুজো করলে। পাওয়া যায় মহাদেবের আশীর্বাদ। 

ঘ) শ্রাবণ মাসজুড়ে দান-ধ্যান করলে পূণ্য লাভ হয়। দরিদ্রদের দান করলে ভগবান শিব তুষ্ট হন। তাই, মহাদেবের প্রতি ভক্তি ও বিশ্বাস অটুট রাখতে শ্রাবণে দান-ধ্যান করুন। খাবার দাবার থেকে শুরু করে জামাকাপড়, সবই দিতে পারেন। প্রতি সোমবার উপবাস করে শিবের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর দীন-দুঃখীদের যথাসাধ্য সাহায্য করুন। এতে আপনার পরিবারের কল্যাণ হবে।

ঙ) অবশ্যই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ব্রাহ্মমুহুর্তে স্নান সেরে এই মন্ত্র ১০৮ বার জপ করতে হয়। এতে জীবনের যেকোনও সংকট, অকাল মৃত্যু রোধ ও দীর্ঘ জীবন লাভ সম্ভব হয়ে ওঠে। 

শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মাস অত্যন্ত পবিত্র। ভক্তরা মনে করেন, শ্রাবণ মাসে ভক্তিভরে শিবের আরাধনা করলে মহাদেব প্রসন্ন হন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন তিনি। সেই অটুট বিশ্বাস বুকে রেখেই পালন করুন এইসব নিয়ম। নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মহাদেবের আরাধনা করুন। সুখ, সমৃদ্ধি ও শান্তি ফিরুক আপনার জীবনে।

(উপরিউক্ত তথ্যগুলো মানতে ই সমকালীন বাধ্য করে না)‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন