Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বিদ্যুৎ পরিষেবায় অনিয়মের অভিযোগ, বনগাঁ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সাত দফা দাবিতে ডেপুটেশন

 ‌

Deputation-to-the-Electricity-Department

সমকালীন প্রতিবেদন :‌ বিদ্যুৎ পরিষেবায় লাগাতার অনিয়ম, অতিরিক্ত বিল চাপানো এবং বিদ্যুৎ দপ্তরের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আজ বনগাঁ বিদ্যুৎ দপ্তরের সামনে জমায়েত করল বনগাঁ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতি। সংগঠনের পক্ষ থেকে একটি সাত দফা দাবিপত্র পেশ করা হয় দপ্তরের আধিকারিকদের কাছে। সকাল থেকেই বিদ্যুৎ দপ্তরের সামনে অস্থায়ী প্রতিবাদ সভা গড়ে তোলেন সমিতির সদস্যরা। এরপর প্রতিনিধি দল স্মারকলিপি পেশ করতে যান বিদ্যুৎ দপ্তরে।

সমিতির সহ-সম্পাদক শংকর আঢ্য জানান, "দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দপ্তর নিজেদের ইচ্ছেমতো কাজ করে চলেছে। কখনও অতিরিক্ত বিল চাপানো হচ্ছে, আবার কখনও গ্রাহকদের অকারণে হয়রানি করা হচ্ছে। এসি ব্যবহার করার অনুমতি চাইতে গেলেই অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে, পুরনো মিটার সরিয়ে নতুন মিটার বসানোর জন্য অযৌক্তিক শর্ত চাপানো হচ্ছে। এসব মেনে নেওয়া যায় না।"

তিনি আরও বলেন, "যেভাবে প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, তা সাধারণ ব্যবসায়ী ও নাগরিকদের পক্ষে বহন করা সম্ভব নয়। আজ আমরা ডেপুটেশন দিলাম, আগামী দিনে যদি এখানকার ডিভিশনাল ম্যানেজার কোনও পদক্ষেপ না করেন, তাহলে বৃহত্তর আন্দোলনে নামবো।"

সাত দফা দাবির সারাংশ :

১. লোডশেডিং বন্ধ করতে হবে : কথায় কথায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা যাবে না।

২. বিদ্যুতের মূল্যবৃদ্ধি রুখতে হবে : অনিয়ন্ত্রিত হারে ইউনিট মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

৩. হেনস্থার অবসান চাই : গ্রাহকের নাম ও ঠিকানা পরিবর্তনে অমূলক হয়রানি বন্ধের দাবি।

৪. ধর্মীয় প্রতিষ্ঠানে বিল নয় : মন্দির-মসজিদ-গির্জার মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে বিদ্যুৎ বিল চাপানো চলবে না।

৫. স্মার্ট মিটার নিয়ে আপত্তি : স্মার্ট মিটার বসানোর 'অনৈতিক উদ্দেশ্য' মানা হবে না।

৬. বিনা নোটিশে সংযোগ বিচ্ছিন্ন নয় : পূর্ব নোটিশ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।

৭. ঝটপট সমাধান চাই : হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে দ্রুত সমাধান ও পুনঃসংযোগ করতে হবে।

ডেপুটেশন গ্রহণ করেছে বিদ্যুৎ দপ্তরের স্থানীয় আধিকারিকরা। তবে এখনো পর্যন্ত ডিভিশনাল ম্যানেজারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ব্যবসায়ী মহলের মতে, এই আন্দোলন শুধুমাত্র ব্যবসায়ীদের নয়, সমস্ত সাধারণ গ্রাহকের স্বার্থেই সংগঠিত হয়েছে। 

বনগাঁ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির এই পদক্ষেপ এলাকায় বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অসন্তোষকে কেন্দ্র করে একটি বৃহৎ সামাজিক প্রশ্ন তুলে ধরেছে। এখন দেখার, বিদ্যুৎ দপ্তর এই দাবিগুলির প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন