Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৫ মে, ২০২৫

কিংবদন্তি শচীনের নজির ভাঙবেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী

Vaibhav-Suryavanshi

সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে সবচেয়ে আলোচিত ক্রিকেটারদের তালিকায় প্রথম দিকেই থাকবে বৈভব সূর্যবংশীর নাম। চলতি আইপিএলে তার দল রাজস্থান রয়্যালস যদিও প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, কিন্তু বৈভবের ব্যক্তিগত পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে। 

আইপিএল কেরিয়ারের প্রথম বলে ছক্কা মারার পরে সে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে ঐতিহাসিক শতরান করেছে। আর সেই বৈভবকে নিয়েই এবার বড় ভবিষ্যদ্বাণী করলেন এক ক্রিকেট গুরু। সম্প্রতি বিহারের অনূর্ধ্ব-১৯ দলের কোচ অশোক কুমার তরুণ বৈভবকে নিয়ে বড় কথা বলেছেন। তিনি মনে করেন যে, বৈভবকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা সময়ের অপেক্ষা। তবে সেটা এখনই নয়, দু'বছর পর। 

একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, এই বৈভবই একদিন শচীনের রেকর্ড ভাঙতে পারেন। অশোক বলছেন, "ও ছোটবেলা থেকেই একার হাতে ম্যাচ জেতাতে পারে। সেরকম গুজরাটের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছে। রাহুল দ্রাবিড় স্যার ও বিক্রম রাঠোর স্যারের হাতে ওর ব্যাটিংয়ের শক্তি বেড়েছে। এখন পরিস্থিতি বুঝে খেলছে। আমার মতে, ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। যদি ফিটনেস ধরে রাখতে পারে, ফিল্ডিং ভালো করতে পারে, তাহলে ২ বছরের মধ্যে ভারতের টি-টোয়েন্টি দলে খেলবে।"

বৈভবের এখন বয়স ১৪ বছর ৫৫ দিন। দু'বছর পর ধরলে বয়স হবে ১৬ বছর। পুরুষদের ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেকের নজির আছে শচীন তেণ্ডুলকরের। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর ২০৫ বয়সে অভিষেক হয় তাঁর। সেই রেকর্ড কি ভাঙতে পারবে বৈভব? 

অশোকের বক্তব্য, "আমার তো মনে হয় বিসিসিআই ওকে একটা সুযোগ দেবেই। যদি দুই-চারজন প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হয়, তাহলে দেখা যাবে বাকিদের বয়স ২৫-র কম।" একইসঙ্গে তিনি চান বৈভব নিজের আক্রমণাত্মক খেলাই বজায় রাখুন।

প্রসঙ্গত, বৈভবের জন্ম ২৭ মার্চ ২০১১ সালে বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রামে। এখনও সে সেখানেই থাকে। ঘরোয়া ক্রিকেটে সে বিহার ক্রিকেট দলের হয়ে খেলে। বলা হয়, সে ৪ বছর বয়স থেকে ক্রিকেট খেলতে শুরু করেছিল। প্রথমদিকে ক্রিকেটের কৌশল তার বাবা তাকে শিখিয়েছিল। এরপর ৯ বছর বয়সে তাকে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করা হয়। তার পরের কথা সকলেরই কমবেশি জানা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন