Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৭ মে, ২০২৫

এবারের উচ্চ মাধ্যমিকে ‌প্রথম বর্ধমানের রূপায়ন পাল

Result-of-HS2025

সমকালীন প্রতিবেদন : ‌আনুষ্ঠানিকভাবে আজ, বুধবার প্রকাশিত হল ২০২৫-এর​ উচ্চ মাধ্যমিক ফলাফল। ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম হয়েছেন রূপায়ন পাল। সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করলেন সংসদ সভাপতি। কোভিড পরবর্তী সময়ে এবারেই প্রথম সবচেয়ে ভাল ফলাফল হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এবারেও ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ৪৭ হাজারের কিছু বেশি। শিক্ষা সংসদ সভাপতি বলেন, '‌বিগত কয়েক বছরের তুলনায় এ বছরের ফলাফল সব থেকে ভাল হয়েছে।' 

এবারে উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ। সেই হিসেবে দু'মাসেরও কম সময়ে ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। রেগুলার ভিত্তিতে পরীক্ষা দিয়েছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। ২০২৪-এ পাশের হার ছিল ৯০ শতাংশ, যা বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন, হুগলি থেকে ১৪ জন মেধাতালিকায় জায়গা পেয়েছেন।  

এবারে পাশের হার ৯০.৭৯ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯২.৩% শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.১২ শতাংশ। মোট ৪ লাখ ৮২ হাজার ৯৪৮ জন রেগুলার প্রার্থী ছিলেন। পরীক্ষায় বসেছিলেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। সেরা ১০ এ রয়েছেন ৭২ জন। এদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন একজন করে পড়ুয়া।

১৯৭৮ থেকে ২০২৫ পর্যন্ত পুরনো সিলেবাসে শেষবারের মতো পরীক্ষাগ্রহণ করা হয়েছে। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তৃতীয় সেমেস্টার শুরু হবে চলতি বছরের ৮ সেপ্টেম্বর, শেষ হবে ২২ সেপ্টেম্বর এবং চতুর্থ সেমেস্টার ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। জেলায় পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩ শতাংশ) ও তৃতীয় স্থানে কলকাতা (৯৩.৪৩ শতাংশ)। ফলাফলের নিরিখে সামগ্রিকভাবে জেলার জয় জয়কার। প্রথম দশে ৭২ জনের মধ্যে রয়েছে হুগলি থেকে রয়েছেন ১৪ জন পড়ুয়া। প্রথম দশে রয়েছে কলকাতার চার জন পড়ুয়া।

এবারের উচ্চমাধ্যমিকে ৯২ শতাংশের বেশি ছাত্র পাশ করেছেন। ছাত্রীদের মধ্যে ৮৮ শতাংশের কিছু বেশি পরীক্ষার্থী পাশ করেছেন। এদিকে এবারের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ। এদিকে কোভিডকালের তিন বছর বাদ দিলে গত ১০ বছরের মধ্যে এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল সবচেয়ে ভালো হয়ে।

মোট ৬২ টি বিষয়ে ১৫ টি ভাষায় পরীক্ষা হয়। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৮২৭টি। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪৭। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের ৬ হাজার ৭৯১টি স্কুলে হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, এবারই প্রথম মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছিল। প্রশ্ন ফাঁসের কোনও ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র নিয়েও কোনও অভিযোগ আসেনি। মোবাইল নিয়ে ধরা পড়েছিলেন আটজন, তাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

মেধা তালিকায় প্রথম রূপায়ন পাল। স্কুলের নাম বর্ধমান সিএমএস স্কুল, জেলা পূর্ব বর্ধমান। প্রাপ্ত নম্বর ৪৯৭‌। দ্বিতীয় স্থানে তুষার দেবনাথ। জেলা কোচবিহার। প্রাপ্ত নম্বর ৪৯৬। তৃতীয় রাজর্ষি অধিকারি। জেলা হুগলি। প্রাপ্ত নম্বর ৪৯৫। চতুর্থ সৃজিতা গোস্বামী। জেলা বাঁকুড়া। প্রাপ্ত নম্বর ৪৯৪। পঞ্চম হয়েছেন ৬ জন। বীরেশ ঘোষ, প্রান্তিক গঙ্গোপাধ্যায়, তন্ময় পথিক, ঋত্বিক পাল, কুন্তল চৌধুরি, ঐশিকী দাস। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩।


















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন