Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৩ জুন, ২০২৫

বনগাঁ পুরসভার উদ্যোগে ক্যান্সার চিকিৎসা পরিষেবা

Medical-services

সমকালীন প্রতিবেদন : বনগাঁ পুরসভা এলাকার ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য আশার আলো জাগাচ্ছে এক নতুন উদ্যোগ। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই মারণ রোগের চিকিৎসা মিলবে একেবারে বিনামূল্যে। কলকাতার নামী বেসরকারি হাসপাতাল ডিশান-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই বিশেষ পরিষেবার সূচনা করল বনগাঁ পুরসভা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্প ইতিমধ্যেই বহু মানুষকে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার সুযোগ এনে দিয়েছে। তারই ধারাবাহিকতায় বনগাঁ পুরসভা গত কয়েক বছরে হৃদরোগ আক্রান্ত প্রায় ৫০০০ জনকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে এই কার্ডের মাধ্যমে। ‌এমনই দাবি পুরপ্রধানের। এবার সেই সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্যান্সার রোগীদের জন্য আরও এক ধাপ এগোল পুর প্রশাসন।

পুরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন, 'ক্যান্সার আক্রান্তদের খুঁজে বার করতে পুরসভার স্বাস্থ্য কর্মীরা ঘরে ঘরে যাচ্ছেন। পাশাপাশি, মাসে দু’বার কলকাতার ডিশান হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞরা বনগাঁ পুরসভার স্বাস্থ্যদ্বীপে এসে আউটডোর পরিষেবা দেবেন। প্রয়োজনে, রোগীদের শহরের ওই হাসপাতালে ভর্তি করিয়ে বিনামূল্যে ইনডোর চিকিৎসাও নিশ্চিত করবে পুরসভা।'‌

এই প্রকল্পের আওতায় শুধু চিকিৎসাই নয়, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী রোগীদের জন্য পুরসভা কর্তৃপক্ষ বিনামূল্যে ওষুধ পাওয়ার ব্যবস্থাও করবে বলে পুরপ্রধান জানিয়েছেন। আজ থেকে এই পরিষেবা চালু হয়েছে পুরসভার স্বাস্থ্যদ্বীপে। উদ্বোধনী দিনে চিকিৎসা পরিষেবা দেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি মাঝি এবং তাঁর চিকিৎসক দল।

পুরসভা সূত্রে জানা গেছে, আগামী দিনে আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে বনগাঁর প্রতিটি অসহায় ক্যান্সার রোগী চিকিৎসার সুযোগ পান সহজে এবং বিনামূল্যে। পুরসভার এই উদ্যোগ সফল হলে অনেক অসহায় রোগী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন