Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১ মার্চ, ২০২৫

হোলির শুভ লগ্নে চন্দ্রগ্রহণ, কি প্রভাব পড়বে?

 ‌

Lunar-eclipse-on-Holi-day

সমকালীন প্রতিবেদন : হোলির শুভ লগ্নে চন্দ্রগ্রহণে বড় বিপর্যয়ের আশঙ্কা! রং খেলতে পারবেন না? ভয়ঙ্কর ঘটনায় তছনছ হতে পারে জীবন? তাহলে কি দোলের রং রস উৎসব সবটাই মাটি? ২০২৫ এর প্রথম চন্দ্রগ্রহণ! সেদিন পুজো করার নিয়ম জানেন? এই চন্দ্রগ্রহণ নিয়ে ভয়ে কাঁটা গোটা পৃথিবী। বছরের প্রথম চন্দ্রগ্রহণই কি ডেকে আনতে চলেছে ঘোর সংকট? মুখে মুখে ফিরছে একটাই প্রশ্ন। 

২০২৫ সালে চারটি গ্রহণ হবে। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে। এই সময়কালে কোনও শুভ কাজ বা পুজো নিষিদ্ধ। অসাবধানতা বা অবহেলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। এই গোটা বিষয়টা মাথায় রাখা জরুরি। কারণ, এবছর দোলযাত্রা কবে সেটা খুব ইম্পর্টেন্ট। 

জ্যোতিষাচার্যদের মতে, এই বার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি ১৩ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০ টা ৩৬ মিনিট থেকে শুরু হবে, যা ১৪ মার্চ, শুক্রবার দুপুর ১২ টা ২৪ মিনিট পর্যন্ত থাকবে। যেহেতু হোলিকা পুজো সন্ধ্যায় করা হয় এবং দহন রাতে। এই অবস্থায় ১৩ মার্চ, বৃহস্পতিবার হোলিকা পূজন এবং দহন করা হবে ১৩ মার্চ রাতে। পরের দিন অর্থাৎ ১৪ মার্চ, শুক্রবার দোল উৎসব উদযাপন করা হবে।

মানে ১৪ তারিখ দোলযাত্রা। আর সেদিনই এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ১৪ মার্চ চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৯টা ২৯ মিনিটে, শেষ হবে ৩টে ২৯ মিনিটে। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এক্ষেত্রে যেহেতু দোলে‌র দিনই চন্দ্রগ্রহণ পরেছে, তাহলে কি সেই দিন রং খেলা যাবে না? কিংবা দোল পূর্ণিমায় অনেকের বাড়িতে পুজো হয়, তাহলে কি সেই পুজোতেও বাধ সাধছে চন্দ্রগ্রহণ? এই দুটো বিষয় নিয়ে অলরেডি মানুষের মনে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

যে উত্তর খুঁজতে গেলে সূতক বিষয়টা কি, সেটা জানা দরকার। এক্ষেত্রে খুব জরুরি হল সূতক পর্ব। সূতকের কথা বলতে, এই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ৯ ঘন্টা আগে থেকে শুরু হবে সূতককাল এবং সেই সাথেই শেষও হবে। এই সময়পর্বটিকে অত্যন্ত অশুভ মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজই হয় না। 

সেক্ষেত্রে সকাল সাড়ে নটার আগের ৯ ঘণ্টা তো রাত ও সকালের মিশ্রিত একটা সময়। এর মধ্যে অন্তত ৬ ঘণ্টায় কারও কোনও অসুবিধাই হওয়ার কথা নয়। তবে সবচেয়ে বড় কথা হল, এই গ্রহণের প্রভাব। 

ভারত থেকে এই গ্রহণ যেহেতু দৃশ্যমান হবে না। ফলে এই গ্রহণের কোনও প্রভাবই ভারতে পড়বে না। ফলে, সূতক পর্বের কোনও কথাই এখানে উঠছে না। আর যেহেতু এই গ্রহণ এদেশ থেকে দেখা যাবে না, সেহেতু দোলের সময়ে এই গ্রহণ পড়লেও, তাতে দোলের উৎসব উদযাপনে বা পুজো-অর্চনায় কোনও সমস্যা হবে না। 

তবে এই একটাই নয়। নতুন বছর অর্থাৎ ২০২৫ সালে আকাশে দেখা যাবে চারটি বড় মহাজাগতিক ঘটনা। দু'জোড়া চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। মানে দু'টি সূর্যগ্রহণ ও দু'টি চন্দ্রগ্রহণ। অর্থাৎ দোলের দিন ছাড়াও চন্দ্র এবং সূর্যগ্রহণ মিলিয়ে আরও তিনটি বাকি থাকছে ২০২৫ এ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন