Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১ মার্চ, ২০২৫

শ্রেয়সের পর কি ভেঙ্কটেশের হাতে উঠবে ক্যাপ্টেন্সি?

 

Captaio-of-KKR

সমকালীন প্রতিবেদন : আসন্ন আইপিএলের জন্য এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি কলকাতা নাইট রাইডার্স। নেতৃত্বের দৌড়ে যে ক্রিকেটারেরা আছেন বলে শোনা যাচ্ছে, তাঁদের অন্যতম ভেঙ্কটেশ আইয়ার। মধ্যপ্রদেশের অলরাউন্ডার গুরুদায়িত্ব নিতে প্রস্তুত। অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ভেঙ্কটেশ। ২০২১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন ভেঙ্কটেশ। গত নিলামে ২৩ কোটি ৭৫ লাখ টাকা খরচ করে তাঁকে আবার কিনেছেন কেকেআর কর্তৃপক্ষ। 

নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও চিন্তিত নন তিনি। সম্প্রতি, ভেঙ্কটেশকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, আপনি কি কেকেআরকে নেতৃত্ব দিতে প্রস্তুত? আত্মবিশ্বাসী ভেঙ্কটেশ বলেছেন, ‘‘অবশ্যই। আমি প্রস্তুত। আগে কয়েকবার বলেছি। আবারও বলছি। অধিনায়কত্ব একটা তকমা। আমি নেতৃত্বে বিশ্বাসী। দলের নেতা হতে পারা অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমার মধ্যে কোনও দ্বিধা নেই।’’ 

তিনি বলেছেন, ‘‘আমাকে দায়িত্ব দেওয়া হলে অবশ্যই পালন করব। দায়িত্ব না নেওয়ার কোনও কারণ নেই।’’ দায়িত্ব পেলে কেকেআরের অধিনায়ক হতে চান না ভেঙ্কটেশ, বরং সতীর্থদের নেতা হওয়ার চেষ্টা করবেন। তাঁদের পাশে থাকার চেষ্টা করবেন। 

তিনি বলেছেন, ‘‘সাজঘরে নেতা হয়ে উঠতে পারলে অধিনায়কের তকমা প্রয়োজন হয় না। দলের সামনে নিজেকে উদাহরণ হিসাবে তুলে ধরতে হবে। মাঠের ভিতরের মতো বাইরেও সকলের আদর্শ হয়ে উঠতে হবে। মধ্যপ্রদেশ দলেও এভাবেই নিজেকে পরিচালনা করার চেষ্টা করি। আমি মধ্যপ্রদেশের অধিনায়ক নই। তবু দলে আমার মতামত গুরুত্ব পায়।’’ 

ভেঙ্কটেশ আরও বলেছেন, ‘‘যে পরিবেশে সবাই খোলা মনে মতামত দিতে পারে, তেমন পরিবেশই আমার পছন্দ। কার দাম ২০ লাখ টাকা বা কার দাম ২০ কোটি টাকা, সেটা বিষয় নয়। নতুন বা অভিজ্ঞ কি না, সেটাও নয়। দলের সব ক্রিকেটারই সমান। সকলের মতামত দেওয়ার স্বাধীনতা থাকা উচিত। দলের স্বার্থে, দলের ভালর জন্য সকলের মতামতই গুরুত্বপূর্ণ।’’ 

গতবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে পারেনি কেকেআর। ২০২৩ সালের অধিনায়ক নীতীশ রানাও নতুন দলে নেই। স্বাভাবিকভাবেই নতুন অধিনায়ক বেছে নিতে হবে কেকেআর কর্তৃপক্ষকে। ভেঙ্কটেশের সঙ্গে দৌড়ে রয়েছেন অজিঙ্ক রাহানেও। এখন এটাই দেখার যে, কে শেষপর্যন্ত অধিনায়ক হচ্ছেন কেকেআরের। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন