সমকালীন প্রতিবেদন : বাগদা ব্লকের পাশাপাশি বনগাঁ উত্তর বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এমনকি বনগাঁ পুরসভা এলাকাতেও প্রচুর ভুতুড়ে ভোটার রয়েছে। এদের অনেকেই এলাকায় থাকে না। অথচ ভোটার তালিকায় নাম তুলে রেখেছে। এমনই অভিযোগ তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ভুতুড়ে ভোটার খোঁজ করতে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। আগামী কাল থেকেই ভুতুড়ে ভোটার খোঁজার কাজ শুরু করছেন বনগাঁর তৃণমূল কর্মীরা। আগামী এক সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করার কথা বলা হয়েছে। এরপর সেই তালিকা স্ক্রুটিনি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দুদিন আগেই কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে দলের কর্মী সম্মেলনে দলনেত্রী মমতা ব্যানার্জী অভিযোগ তোলেন যে, বিজেপি এই রাজ্যে বহু ভুতুড়ে ভোটারের নাম ভোটার তালিকায় তুলে রেখেছে। আর তাদের ভোট বিজেপির দিকে যাচ্ছে। এব্যাপারে দলের কর্মীদের সচেতন হওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ভোটার তালিকা হাতে নিয়ে প্রতিটি বাড়িতে উপস্থিত হয়ে ভোটারের অস্তিত্ব যাচাই করতে হবে।
নেত্রীর এই নির্দেশ পাওয়ার পরই নিজেদের এলাকায় ভুতুড়ে ভোটার খুঁজতে নেমে পড়েছেন দলীয় কর্মীরা। এব্যাপারে শনিবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বাগদার পাশাপাশি বনগাঁ শহর এবং গ্রামাঞ্চলে প্রচুর ভুতুড়ে ভোটার রয়েছে। যাদের অনেকেই এলাকায় থাকে না। এক সপ্তাহের মধ্যে এদের চিহ্নিত করে বিডিওর কাছে দেওয়া হবে।
জেলা সভাপতির অনুমান, শুধুমাত্র বাগদা এবং বনগাঁ উত্তর বিধানসভা এলাকায় এই ভুতুড়ে ভোটার সংখ্যা কয়েক হাজার। বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই ভুতুড়ে ভোটারদের নাম ভোটার তালিকায় তুলেছে রাজনৈতিক স্বার্থে, এমনই অভিযোগ তৃণমূলের জেলা সভাপতির।
যদিও তৃণমূলের জেলা সভাপতির এই বক্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, তৃণমূল নিজেরাই এই ভুতুড়ে ভোটার তৈরি করেছে। তৃণমূল নেতাদের সহযোগিতায় অর্থের বিনিময়ে বাংলাদেশীরা এদেশে এসেই জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিজেদের নাম ভোটার তালিকায় তুলে নিচ্ছে।
তাঁর আরও অভিযোগ, ভুতুড়ে ভোটারের বিষয়ে তৃণমূল ২০১৯ সালের কথা বলছে। তৃণমূলের বর্তমান জেলা সভাপতি তো সেই সময় বিজেপিতে ছিলেন। তাহলে কি তিনি এই কান্ড করেছেন? আর তিনি নাকি ভুতুড়ে ভোটার ধরবেন। বিজেপির পক্ষ থেকে আগামীকাল প্রমান সহ বনগাঁ, বাগদা এলাকার জাল ভোটারের তালিকা প্রকাশ্যে আনা হবে বলে এদিন বিজেপির জেলা সভাপতি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন