Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

সাদা পোশাকে দোল খেলুন, পাবেন অনেক উপকার

 ‌

Swing-in-white-dress

সমকালীন প্রতিবেদন : সাদা পোশাকে দোল খেলা কি নিয়ম? রাতারাতি বড়লোক? জানেন রং খেলার সময় কেন পড়া হয় সাদা পোশাক? পাল্টে যায় জীবন। আর কি কি হয়? সূর্যের তাপ থেকে গ্রহের নেগেটিভ এফেক্ট, দোলের দিন সাদা পরার আগে অবশ্যই পড়ুন এই প্রতিবেদন। মাথা হবে ঠাণ্ডা।‌ না, শুধুমাত্র দেখতে সুন্দর লাগাও নয়, আসল কারণ জানলে অবাক হবেন আপনি। 

রঙের উৎসব দোল। তবে রঙের যে বিভিন্ন নেতিবাচক এবং ইতিবাচক ভূমিকা রয়েছে মানুষের জীবনে, সে কথা হয়তো অনেকেই জানেন না। সাধারণত আমরা দেখি, বেশিরভাগ মানুষই দোলের দি‌ন সাদা রঙের পোশাক পরেন। কারণ জ্যোতিষ শাস্ত্র মতে, সাদা রংকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও সাদা রঙের অনেকগুলো উপকারিতা রয়েছে। যেমন, সাদা রঙ সুখ ও সমৃদ্ধির প্রতীক।

১) মনে করা হয়, সাদা রঙ মানুষের মনকে শান্ত রাখে। এই রঙ ঝগড়া, অশান্তি ভুলে মানুষকে আলিঙ্গন করতে শেখায়। তাই দোলের দিন সকালে সাদা পোশাক পড়লে তাকে ভালোবাসা, মানবতা এবং ভ্রাতৃত্ব প্রদর্শনের সংকেত মনে করা হয়। যারা খুব ছোটোখাটো বিষয়ে মেজাজ হারিয়ে ফেলেন বা রেগে যান, তাঁদের আরও বেশি করে দোলের দিন সাদা পোশাক পড়া উচিত বলে মনে করা হয়। এতে মন হয় শান্ত।

২) হোলির দিনে সাদা পোশাক পরলে জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। শুধু দোল নয়, এমনকি হোলির একদিন আগেও যদি সাদা রঙের পোশাক পরে হোলিকা দহন করা হয়, তবে তা খুবই শুভ বলে বিবেচিত হয়। যাকে বলে পজিটিভ এনার্জি। এমনকি সাদা পোশাক পড়লে সামাজিক ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটিতেও শুভ প্রভাব পড়ে। 

৩) এমনকি গ্রহের নেতিবাচক ক্ষমতা কমাতেও সাহায্য করে সাদা রঙ। হ্যাঁ নিয়ম বলে কিছু নেই। কিন্তু সাদা পোশাকে দোল খেলার যে উপকারিতা, তার মধ্যে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। হোলির আট দিন আগে হোলাষ্টক হয়। এই সময়ে সমস্ত শুভ কাজ বন্ধ হয়ে যায়। কারণ এই সময়ে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্রহের নেগেটিভ শক্তিগুলো বৃদ্ধি পায়। এটা কমানোর জন্য যদি সাদা রঙের কাপড় ব্যবহার করা হয়, তাহলে গ্রহের নেতিবাচক প্রভাব কমার সম্ভাবনা থাকে বলে মনে করা হয়। 

৪) এমনকি সাদা রং মুক্তি দেয় সূর্যের তাপ থেকেও। ফাল্গুন মাসে পালিত হয় দোল উৎসব, আর এই সময় শীতের প্রভাব কাটিয়ে বাতাস ক্রমশ উষ্ণ হয়ে ওঠে এবং সূর্যের তেজও প্রখর হতে শুরু করে। রোদের কারণে মানুষ অনেকসময় দুর্বল হয়ে পড়ে। অসুস্থ বোধ করে। এমন পরিস্থিতিতে সাদা রঙ মানুষকে শীতলতা দেয়। তাই সাদা পোশাক পরে প্রখর রোদে বের হওয়া সহজ বলে এদিন সাদা পোশাক পরে দোল খেলা উচিত বলে মনে করা হয়। বলা ভালো, অনেকের কাছে এটাই বেস্ট অপশন নিজেদের শরীর স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে। 

৫) তাছাড়াও শুভ বিজয় সেলিব্রেট করতে সাদা রঙকে শুভ মানা হয়ে থাকে। সাদা রঙ ন্যায় এবং কল্যাণের প্রতীক। হোলি খেলার একদিন আগে হোলিকা দহন করা হয় বাংলায়, যা ন্যাড়াপোড়া নাম পরিচিত। এই হোলিকা দহন মন্দের ওপর ভালোর জয় অর্থাৎ অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় উৎসব। আর যে কোনও বিজয় উৎসবেই সাদা রঙকে শুভ বলে গণ্য করা হয়। সেই কারণে বিজয়ের এই উৎসব পালনে সাদা রঙের পোশাক পরিধান করা শুভ বলে মানা হয়।

একইসঙ্গে এটাও তো ভুললে চলবে না সাদা রংকে ভ্রাতৃত্ব, শান্তি, সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই এই দিনে সাদা পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয়। তবে সময় বদলাচ্ছে। দোলে সাদা পোশাক পরার চল আগে ছিল। এখন ধারণাও বদলেছে। সাদা পোশাকের বদলে এখন অনেকেই ব্রাইট রঙের পোশাক পরেন। রং লেগে যাবে বলে পুরনো পোশাক পরতে হবে, এই ধারণাও এখন অতীত। 

রঙের উৎসবে এই প্রজন্ম নতুন, ফ্যাশনেবল পোশাকে সাজতেই পছন্দ করে। এথনিক পরতেই হবে এমন কোনও নিয়ম নেই। সাদার বদলে ট্যাঞ্জারিন অরেঞ্জ, অ্যাকোয়া ব্লু বা ফুশিয়া পিঙ্ক বেছে নিচ্ছে আজকাল অনেকেই। কাফতানের সঙ্গে শর্টস বা শর্ট ড্রেস পরেও রং খেলছে। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে পোশাকই পরুন সেটা কম্ফোর্টেবল হওয়া দরকার এবং অবশ্যই ট্রান্সপারেন্ট যেন না হয়। একটু ওভারসাইজড সানগ্লাস আর হিলসের বদলে কালারফুল স্লিপারস, গ্ল্যাডিয়েটর স্যান্ডেলস পরতে পারেন। আর সঙ্গে সাদা পোশাক থাকলে কিন্তু মন্দ হয়না।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন