সমকালীন প্রতিবেদন : টানা জয়ের ফলস্বরূপ চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। যেন বিশ্বকাপের ফেলে আসা ফর্ম ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমির টিকিট পাকা করেছে ভারত। তারই পুরস্কার পেলেন ভারতীয় দলের প্লেয়াররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতান বিরাট কোহলি।
সেই ইনিংসের পরেই আইসিসির ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে প্রথম পাঁচে ঢুকে পড়লেন তিনি। শীর্ষে রয়েছেন শুভমন গিল। দ্বিতীয় স্থানে বাবর আজম। আসুন একনজরে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। একদিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে ছিলেন শুভমন। তিনি সেই স্থান ধরে রেখেছেন।
৮১৭ পয়েন্ট পেয়েছেন শুভমন। বাবরের থেকে ৪৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। চতুর্থ স্থানে হেনরিখ ক্লাসেন। এই চারজনের জায়গার কোনও পরিবর্তন হয়নি। পঞ্চম স্থানে উঠে এসেছেন কোহলি। তিনি ষষ্ঠ স্থানে ছিলেন। শতরানের পর এক ধাপ উঠে এসেছেন। এক ধাপ নেমে গিয়েছেন ড্যারিল মিচেল। একদিনের ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় কুলদীপ যাদব।
কুলদীপ তৃতীয় স্থানে রয়েছেন। কেশব মহারাজ চতুর্থ স্থানে উঠে এসেছেন। শীর্ষ স্থান ধরে রেখেছেন মাহিস থিকসানা। পাঁচ ধাপ নেমে গিয়েছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের পেসার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমনভাবে নজর কাড়তে পারেননি। তিনি এখন নবম স্থানে রয়েছেন। একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে কোনও পরিবর্তন হয়নি।
এই তালিকায় শীর্ষে রয়েছে আফগানিস্তানের মহম্মদ নবি। দ্বিতীয় স্থানে জিম্বাবোয়ের সিকন্দর রাজা। তৃতীয় স্থানে আফগানিস্তানের অজমতুল্লা ওমরজাই। প্রথম দশে একমাত্র ভারতীয় রবীন্দ্র জাদেজা। তিনি নবম স্থানে রয়েছেন। এককথায় আগুন ফর্মে খেলার কারণে ভারতের অনেক প্লেয়ারই আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে চূড়ান্ত উন্নতি করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন