Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নেটে অনুশীলন করলেন বুমরাহ, ফের দলে ফিরছেন?

 

Jasprit-Bumrah

সমকালীন প্রতিবেদন : ভারতীয় দলের জন্য বড় স্বস্তির খবর! দীর্ঘ ৫৫ দিনের চোট-যন্ত্রণার পর আবারও বোলিং শুরু করলেন জসপ্রীত বুমরাহ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নেটে বল হাতে দেখা গেল ভারতের এই তারকা পেসারকে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে পাওয়া যাবে না, তবে এই খবর নিঃসন্দেহে ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফোটাবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চলাকালীন পিঠের পেশিতে চোট পান বুমরাহ। এরপর আর বল করতে পারেননি। চিকিৎসকরা অস্ত্রোপচারের সম্ভাবনার কথাও বলেছিলেন, তবে শেষ পর্যন্ত ছুরি-কাঁচির প্রয়োজন হয়নি। বেঙ্গালুরুর এনসিএ-তে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। অবশেষে ২৭ ফেব্রুয়ারি নেটে বল করতে দেখা গেল তাঁকে।

নিজের ফিটনেস নিয়ে আশার আলো দেখালেন বুমরাহ নিজেই। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে, নেটে বল করছেন তিনি। পাশে দাঁড়িয়ে রয়েছেন সাপোর্ট স্টাফ, যিনি প্রতিটি ডেলিভারির দিকে কড়া নজর রাখছেন। বুমরাহ নিজেও মাঝে মাঝে তাঁর সঙ্গে কথা বলছেন, যা থেকে বোঝা যাচ্ছে, পুরোদমে ফেরা এখনো বাকি। 

তবে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “প্রতি দিন উন্নতি করছি।” এটিই প্রমাণ করছে, তিনি সঠিক পথেই এগোচ্ছেন। চোটের মাঝেও ক্রিকেট দুনিয়ায় আলোচনায় ছিলেন বুমরাহ। সম্প্রতি আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। সেই পুরস্কার গ্রহণের জন্য দুবাইয়ে গিয়েছিলেন, যেখানে জয় শাহর হাত থেকে ‘স্যর গ্যারফিল্ড সোবার্স’ ট্রফি নেন তিনি। 

পুরস্কার গ্রহণের সময় সতীর্থদের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেছিলেন, “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।” চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাঁকে পাচ্ছে না ভারত, তবে তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার খবর নিঃসন্দেহে দলের জন্য স্বস্তির। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে এটি আশার বার্তা। এখন দেখার, কবে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে মাঠে ফেরেন ভারতের এই গতিদানব!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন