Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

আগুন বোলিংয়ের পুরস্কার পেলেন ভারতীয় বোলার

 

Indian-bowler

সমকালীন প্রতিবেদন : অনেকেই জশপ্রীত বুমরাহকে ভারতের সর্বকালের সেরা ফাস্ট বোলারের তকমা দিয়ে থাকেন। কারো মতে, তিনি কপিলদেব বা জাহির খানের থেকেও ভালো বোলার। কারণ, নিজের সেরা হওয়ার প্রমান একাধিকবার দিয়েছেন জশপ্রীত। সে একদিনের বিশ্বকাপ হোক কিংবা টি-২০ বিশ্বকাপ কিংবা টেস্ট ম্যাচ। যেকোনো ফরম্যাটে বুমরাহকে ফেস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাবড় তাবড় ব্যাটসম্যানদের কাছেও। 

সম্প্রতি, বর্ডার-গাভাসকর ট্রফিতে একাই নিয়েছেন ৩২ উইকেট। গড়েছেন এবং ভেঙেছেন একের পর এক রেকর্ড। সেই দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বুমরাহ। আইসিসির টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই রইলেন জশপ্রীত বুমরাহ। এই র‍্যাঙ্কিংয়েও রেকর্ড গড়েছেন ভারতের এই তারকা পেসার। জানুয়ারি মাসে ৯০৭ রেটিং পয়েন্টে পৌঁছন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে এটাই সর্বোচ্চ। 

এখন ৯০৮ পয়েন্টে পৌঁছেছেন বুমরাহ। তালিকায় তাঁর ধারেকাছেও নেই কোনও বোলার, তাই তাঁকে টপকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। তাঁর সংগ্রহ ৮৪১ পয়েন্ট। তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তিনি আছেন ৮৩৭ পয়েন্টে। প্রথম দশে বুমরাহ ছাড়া ভারতীয়দের মধ্যে আছেন একমাত্র রবীন্দ্র জাডেজা। 

তবে এক ধাপ নেমে গিয়েছেন তিনি। ৭৪৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছেন এই বাঁহাতি স্পিনার-অলরাউন্ডার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ৬ উইকেট নিয়ে প্রথম দশে উঠে এসেছেন পাকিস্তানের নোমান আলি। জাডেজাকে টপকে নবম স্থানে আছেন তিনি। টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন রবীন্দ্র জাডেজা। ৪০০ পয়েন্ট নিয়ে এক নম্বরেই রয়েছেন তিনি। 

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জ্যানসেন। তাঁর সংগ্রহ ২৯৪ পয়েন্ট। তিন নম্বরে আছেন বাংলাদেশের মেহেদি হাসান। তাঁর রেটিং ২৮৪। সম্প্রতি একাধিক বিতর্কে জড়ালেও বাংলাদেশের সাকিব আল হাসানও ২৬৩ পয়েন্ট নিয়ে আছেন পাঁচ নম্বরে। টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট। ভারতের যশস্বী জয়সওয়াল আছেন চার নম্বরে। তবে ভারতীয় ক্রিকেটার হিসেবে এখন সেরার সেরা একমাত্র বুমরাহই। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন