সমকালীন প্রতিবেদন : মোটা বেতনের চাকরি ছেড়ে, পরিবার পরিজন, ঘর বাড়ি সব ছেড়ে সন্ন্যাস নিয়েছেন আইআইটি বাবা। মহাকুম্ভ থেকে ভাইরাল আইআইটি বাবা করলেন ইন্ডিয়ান পলিটিক্সের ভবিষ্যৎবাণী! প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদির উত্তরসূরী কে? কে'ই বা হবেন রাষ্ট্রপতি? যোগীর সঙ্গে নিজের তুলনা! ভাইরাল আইআইটিয়ান সন্ন্যাসীর ভবিষ্যৎবাণীতে তোলপাড় গোটা দেশ। কেন এই জীবন বেছে নিলেন অভয়? আসল কারণ ফাঁস করলেন অভয় সিংহর বাবা।
কর্ণ সিংহ গ্রেবাল। আইআইটি বাবার পিতা এখন দুষছেন নিজেকেই। জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে নিত্যদিন অশান্তি লেগে থাকত তাঁর। বাড়িতে রোজ এসব হতে দেখেই সমাজ-সংসারের প্রতি মোহ কাটে ছেলের। মা-বাবার মধ্যে অশান্তির রেশ পড়ে ছেলের উপরও। গার্হস্থ্য হিংসার শিকার হয় সে'ও। আর, ছেলের মন ছিল অত্যন্ত সংবেদনশীল।
মা-বাবার মধ্যে রোজ অশান্তি দেখতে দেখতে ভিতরে ভিতরে গুটিয়ে যান। বিচ্ছিন্ন হয়ে পড়েন সংসার থেকে। এরপরই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। আধ্যাত্মিকতায় ডুব দেন। বেছে নেন এই জীবন। তারপর? মহাকুম্ভ থেকে বিখ্যাত হওয়া। পরিচিতি পাওয়া। আর তারপর ইন্ডিয়ান পলিটিক্সের ভবিষ্যৎবাণী করে লাইমলাইটে আসা। হ্যাঁ, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেশের রাজনীতি নিয়ে মুখ খোলেন তিনি।
ভারতবর্ষের রাজনীতির ভবিষ্যৎ কী জানতে চাইলে, কোনওরকম রাখঢাক না করে তিনি বলেন, আগামীদিনে যোগীই দেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু মোদী? তাঁর কি হবে? দেশের প্রধানমন্ত্রী না থাকলেও, অন্তরালে যাওয়ার সম্ভাবনা নেই মোদীর। তিনি আগামীদিনে রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করবেন, সাফ জানিয়ে দিয়েছেন আইআইটি বাবা। যে ভবিষ্যদ্বাণীতে নতুন করে সাড়া পড়ে গিয়েছে।
তবে না। শুধু এটুকু নয়। আইআইটি পাশ করে আধ্যাত্মিকতায় ডুব দেওয়া নিয়েও এবার মুখ খুললেন তিনি। যোগীর সঙ্গে নিজের তুলনা টানলেন আইআইটি বাবা। জানালেন, যোগী নিজেও সন্ন্যাসী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। একসঙ্গে যোগী দুই দায়িত্ব পালন করছেন। তিনিও একই পথে হাঁটছেন বলে জানান আইআইটি বাবা।
তবে সকলকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই বলেও জানান অভয়। সেই অভয় সিংহ। জীবন, আধ্যাত্মিকতা, জ্ঞান, শূন্যতা, সত্যান্বেষণ নিয়ে যে আইআইটি বাবার বক্তব্যে মুগ্ধ অধিকাংশ নেটিজেন। অথচ, এই সন্ন্যাসীই আইআইটি বম্বে থেকে পড়াশোনা করেছেন। ‘অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’ এ স্নাতক। পরবর্তীতে ডিজাইনিং নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন।
পদার্থবিজ্ঞান পড়াতেন ছাত্রছাত্রীদের। ছবি তোলাও পছন্দ ছিল। পরবর্তীতে দর্শন শিক্ষার দিকে ঝোঁকেন। বোনের কথায় কানাডা গিয়েছিলেন মাঝে। কিন্তু শান্তি পাচ্ছিলেন না কিছুতেই। অবশেষে আধ্যাত্মিকতার পথে এগোনোর সিদ্ধান্ত নেন। অভয় ছেড়ে সন্ন্যাস জীবনে হয়ে ওঠেন মাসানি গোরখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন