Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বনগাঁয় স্কুলের কুয়োর ঢাকনা ভেঙে জখম ছাত্র

 ‌‌

Breaking-the-well-cover

সমকালীন প্রতিবেদন : ‌স্কুলের ভেতরে খেলাধুলো করতে গিয়ে কুয়োর ঢাকনা ভেঙে কুয়োর ভেতরে পড়ে গিয়ে জখম হল এক স্কুলছাত্র। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বনগাঁ ঘোষ ইনস্টিটিউশন স্কুলে। প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

জানা গেছে, এদিন দুপুরে টিফিনের সময় স্কুল চত্ত্বরেই ক্রিকেট খেলছিল স্কুলের কয়েকজন বাচ্চা। খেলার সময় ক্রিকেটের বল কুয়োর ঢাকনার উপরে গিয়ে পড়ে। আর সেখান থেকে বলটি আনতে যায় অংশুমান বিশ্বাস নামে স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্র। আর তখনই ঘটে বিপত্তি। কুয়োর ঢাকনা ভেঙে কুয়োর ভেতরে পড়ে যায় ওই ছাত্র।

আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্কুলের শিক্ষকেরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। প্রায় ২০ মিনিট এইভাবেই কুয়োর ভেতরে পড়ে ছিল ওই ছাত্র। পরে দমকল কর্মীরা এসে ছাত্রটিকে আহত অবস্থায় উদ্ধার করে। তার মাথায় আঘাত লাগে।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ওই স্কুলে পৌঁছান বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় নিজের গাড়িতে করেই আহত ছাত্রকে নিয়ে বনগাঁ হাসপাতালে পৌঁছান পুরপ্রধান। সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ছাত্রটির মাথায় ব্যান্ডেজ করতে হয়।

এব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ নাথের বক্তব্য, স্কুলের কলের জল যাওয়ার জন্য স্কুলের এক কোনে কুয়ো তৈরি করা আছে। তার উপরে ঢাকনাও দেওয়া ছিল। ওই ছাত্রটি বল আনতে দিয়ে ঢাকনার উপর লাফালাফি করতে গেলে সেটি ভেঙে গিয়ে এই বিপত্তি ঘটে।

যদিও অন্যান্য অভিভাবকদের অভিযোগ, কুয়োর ঢাকনাটি ভাঙা অথবা খুবই দুর্বল অবস্থায় ছিল। এব্যাপারে স্কুল কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া প্রয়োজন। না হলে আগামীদিনে আরও কোনও বড় বিপদ ঘটে যেতে পারে। এই ঘটনায় স্কুলের পড়ুয়াদের ভেতরে আতঙ্কের সৃষ্টি হয়।

পুরপ্রধান গোপাল শেঠ জানান, 'পুরসভার কাজ না হলেও মানবিক কারণে এই স্কুল সহ বনগাঁ শহরের আরো কোনও স্কুলে যদি এইরকম বিপজ্জনক কুয়ো থাকে, তাহলে সেগুলি মেরামত করার ব্যবস্থা করবে পুরসভা। আমরা চাই, আর যেন এমন ঘটনা না ঘটে।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন