Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৯ জুন, ২০২৪

আইপিএল জিতেও ব্রাত্য নাইট অধিনায়ক, সুযোগ পেলেন না বিশ্বকাপে

 ‌

Shreyas-did-not-get-a-chance-in-the-World-Cup

সমকালীন প্রতিবেদন : কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে এবছর আইপিএল জিতেছেন শ্রেয়স আইয়ার। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাননি তিনি। এমনকি ভারতীয় বোর্ডের চুক্তি থেকেও বাদ পড়েছেন নাইটদের সেনাপতি শ্রেয়স। 

আইপিএল ফাইনালের আগের দিনই সাংবাদিক বৈঠকে এ বিষয়ে সামান্য ইঙ্গিত দিয়েছিলেন শ্রেয়স। জানিয়েছিলেন, কোমরে চোটের কথা তিনি বোর্ডের কর্তাদের বলেছিলেন। কিন্তু তখন তাঁর কথার কোনও গুরুত্ব দেওয়া হয়নি। পরিবর্তে তাঁকে রঞ্জি ট্রফি খেলতে বাধ্য করা হয়।

শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে সে বিষয়ে আবারও মুখ খোলেন ভারতীয় তারকা। জানিয়ে দেন, তাঁর সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন এবারের আইপিএল ট্রফি জিতে। শ্রেয়স বলেছেন, 'বিশ্বকাপ অসাধারণ গিয়েছিল আমার। তার পরে আমি কয়েক দিন বিশ্রাম চেয়েছিলাম।' 

'‌শরীরের বিশেষ কিছু জায়গায় মারাত্মক যন্ত্রণা হতো। সেখান থেকে ফিরে আসার চেষ্টা করছিলাম। ব্যথা যাতে আর না হয়, তাই বিশ্রাম চেয়েছিলাম। কিন্তু বোঝাপড়ার অভাবে এমন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়, যা আমার পক্ষে কখনওই যায়নি।'

কেকেআর অধিনায়ক মনে করেন, কলকাতার হয়ে আইপিএল জিতে তিনি যোগ্য জবাব দিয়েছেন তাঁর নিন্দুকদের। বলেছেন, 'দিনের শেষে আমার হাতে ব্যাট আছে। সেই ব্যাট দিয়েই আমাকে রান করতে হবে, ট্রফি জিততে হবে।' ভারতীয় বোর্ডের সিদ্ধান্তই কি বাড়তি জেদ তৈরি করেছিল শ্রেয়সের মনে? 

কেকেআর অধিনায়ক অবশ্য জানিয়েছেন, ২০২৩ সালের এপ্রিল মাসে কোমরে অস্ত্রোপচার হওয়ার পর থেকে তিনি উন্নতি করার অনেক চেষ্টা করেছেন। শ্রেয়স জানিয়েছেন, তিনি যদি মনে করেন পারবেন, তা হলে কেউ তাঁকে আটকাতে পারবে না। তাঁর কথায়, 'লড়াকু মানসিকতা এবং মূল স্রোতের ক্রিকেটে ফিরে আসার অদম্য ইচ্ছেই আমার হাতে হয়তো আইপিএল ট্রফি তুলে দিয়েছে।'‌

তবে এই কথাটি সত্যি যে এবারের আইপিএল-এ শ্রেয়স বুঝিয়ে দিয়েছেন যে, দলকে নেতৃত্ব দিতে কতটা পটু তিনি। একইসঙ্গে তিনি আগামীতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হওয়ার দাবিদারীও পেশ করেছেন। একইসঙ্গে বোর্ডকে দেখিয়ে দিয়েছেন যে, তাঁকে দলে না রাখাটা কতটা ভুল প্রমাণিত হতে পারে আসন্ন সময়ে।






‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন