সমকালীন প্রতিবেদন : বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। সোমবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বনগাঁ থানার পুরাতন চাকদা বাসস্ট্যান্ডের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম তারক সিংহ (৪২)। বাড়ি বনগাঁর শক্তিগড় দাসপাড়া এলাকায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ট্রাকচালক তারক সিংহ এদিন বিকেল ৪টে নাগাদ চাকদা রোড ধরে বাইক চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। উল্টো দিক থেকে আসছিল একটি বড় ট্রাক। পুরাতন বাসস্ট্যান্ডের কাছে আসতেই আচমকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়।
এরপর চলন্ত ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাইক আরোহী তারক। তাঁর বাইকটিও ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বনগাঁ হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনার কারণে কিছুক্ষণের জন্য এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন