সমকালীন প্রতিবেদন : গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল বনাম হামাস যুদ্ধে যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যর একাংশ। এদিকে জানা যাচ্ছে, এই যুদ্ধের এক বছর আগেই নাকি ইজরায়েলের অফিসারদের হাতে এসেছিল হামাসের আসন্ন হামলার ব্লুপ্রিন্ট।
তবে হামাসের হামলার ব্লু প্রিন্ট ইজরায়েল পেয়ে গেলেও তাতে পাত্তা দেয়নি নেতানিয়াহুর দেশ। বেশ কিছু সাক্ষাৎকার নথির তথ্য তা প্রমাণ করে। তবে প্রশ্ন উঠছে কেন পাত্তা দেয়নি ইজরায়েল? সেই কারণটা জানার চেষ্টা করবো এবার।
ইহুদি দেশের মিডিয়ার দাবি, ইজরায়েল ভেবেছিল এমন এক হামলা হামাসের পক্ষে চালানো অসম্ভব। তার ফলে এটা হামাসের আকাশ কুসুম ভাবনা বলে ধরে নিয়েছিল নেতানিয়াহুর দেশ।
তবে জানা গেছে, ইজরায়েলের গোয়েন্দাদের হাতে আসা ওই ৪০ পাতার নথির গোপন নাম ছিল ‘জেরিকো ওয়াল’। সেখানেই হামাসের সম্ভাব্য হামলার তথ্য। সেখানে পয়েন্ট করে লেখা ছিল, হামাস কীভাবে হামলা করতে চলেছে।
যার রূপরেখা ধরেই এক বছর পর ইজরায়েলের ১২০০০ জনের প্রাণহানী হয়েছে হামাসের হামলায়। তবে সেই গোপন নথিতে সেভাবে লেখা ছিল না কোনও তারিখ। তবে সেখানে বর্ণনা করা ছিল একটি নির্দিষ্ট পন্থার কথা।
এমনকি ইজরায়েলের সেনার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতেও হামলার ছক কীভাবে করতে পারে, তার পুরো রূপরেখা এসেছিল ইজলায়েলের হাতে। এছাড়াও দেখা যাচ্ছে, এই হামলার পরিকল্পনা নিয়ে ইজরায়েলের কাছে গোপন নথি আসে।
সেই নথিতে যা লেখা ছিল, একেবারে সেভাবেই হামাস গত ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামলা চালিয়েছে। ড্রোন, রকেট, গুলি বর্ষণ একেবারে সেভাবেই হয়েছে।
রিপোর্টের দাবি, ইজরায়েল ভেবেছিল, এমন বড় আকারের হামলা চালানোর ক্ষমতাই নেই হামাসের। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, ওই হামলার আগাম তথ্য ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা ইজরায়েলের বড় নেতারা পেয়েছিলেন কি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন