সমকালীন প্রতিবেদন : দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বনগাঁ পুরসভার প্রধানের নাম ঘোষণা হল। পুরপ্রধান হিসেবে দায়িত্ব পেলেন বনগাঁ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ মজুমদার। উপপুরপ্রধান হিসেবে জ্যোৎস্না আঢ্যকেই রেখে দেওয়া হলো। পুরপ্রধান হিসেবে সোমবার শপথ নেবেন দিলীপ মজুমদার।
তৃণমূলের দলীয় নির্দেশে গতমাসে বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠকে পদত্যাগ করার কথা বলা হয়। কিন্তু বিশেষ কারণে সেই চিঠির কোন সদুত্তর না পাওয়া যাওয়ায় কয়েকদিন পর ফের গোপাল শেঠকে চিঠি পাঠানো হয়। কিন্তু তারপরেও পরিস্থিতির বদল না ঘটায় পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের কয়েকজন কাউন্সিলর।
সেই অনাস্থার প্রেক্ষিতেই গত সপ্তাহে পুরসভার ২২ জন কাউন্সিলর এর মধ্যে ২০ জনই পুরপ্রধান হিসেবে গোপাল শেঠ এর বিরুদ্ধে অনাস্থায় সম্মতি জানান। আর সেই নিয়মে পুরপ্রধানের দায়িত্ব থেকে সরতে হয় গোপাল শেঠকে। যদিও ঐদিন অনাস্থা বৈঠক শুরু হওয়ার আগেই নিজের পদত্যাগপত্র ইমেইল মারফত পুরসভার নির্বাহী আধিকারিক এর কাছে পাঠিয়ে দেন গোপাল শেঠ।
এরপর আজ, শনিবার পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় পুরসভার বিশেষ সভাকক্ষে। সেখানে উপস্থিত ছিলেন পুরসভার নির্বাহী আধিকারিকও। পুরসভার নতুন প্রধান হিসেবে দিলীপ মজুমদারের নাম উঠে এলে উপস্থিত কুড়িজন কাউন্সিলারই তাঁকে সমর্থন জানান। এরপর পুরপ্রধান হিসেবে দিলীপ মজুমদারের নাম চূড়ান্ত করা হয়। এই বৈঠকেই উপ পুরপ্রধান হিসেবে জোৎস্না আঢ্যর নাম সর্বসম্মতিক্রমে পাশ হয়।
নতুন পুরপ্রধান হিসেবে দিলীপ মজুমদার জানান, গত বেশ কয়েক মাস ধরেই বনগাঁয় উন্নয়নের কাজ থমকে রয়েছে। সেই কাজগুলি তরান্বিত করতে সমস্ত কাউন্সিলরকে নিয়ে কাজ শুরু করব। পাশাপাশি, প্রতি রবিবার পুরসভার নাগরিকদের জন্য দু ঘন্টা করে সময় থাকবে যেখানে সাধারণ নাগরিকেরা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন এবং তার সমাধান করার চেষ্টা করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন