Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বনগাঁ হোমিওপ্যাথি ডক্টরস ক্লাবের বার্ষিক সম্মেলন

 ‌

Homeopathy-Doctors-Club

সমকালীন প্রতিবেদন : ‌রবিবার বনগাঁ হোমিওপ্যাথি ডক্টরস ক্লাবের ১২ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বনগাঁ পুরসভার চন্দ্রিকা হলে। সম্মেলনে বনগাঁ মহকুমা সহ গোটা জেলার পাশাপাশি নদীয়া এবং অন্যান্য জেলার প্রায় ২৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের মধ্যে ৩০ শতাংশ ছিলেন মহিলা।

এদিনের সম্মেলন সম্পর্কে সংগঠনের সম্পাদক ডা:‌ বিকাশ হালদার বলেন, সায়েন্টিফিক সেমিনারে হোমিও চিকিৎসা এবং শয্যাশায়ী মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতায় হোমিওপ্যাথির ভূমিকা নিয়ে আলোচনা করেন মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক কলেজের প্রাক্তন অধ্যাপক ডা:‌ সুবিমলকৃষ্ণ সাহা, ‌ডা: অনিন্দ দাস, ডা: রাধাগোবিন্দ বাঁছাড়, ডা: রামপ্রসাদ রায়। 

সংগঠনের সভাপতি ডা: বিকাশ মন্ডল এবং ট্রেজারার ডা: দীনেশচন্দ্র মন্ডল জানান, রাজ্যের নামী হোমিওপ্যাথি ওষুধ তৈরির ১২টি কোম্পানী তাদের প্রোডাক্ট নিয়ে এই সম্মেলনে হাজির ছিলেন। সম্মেলন প্রাঙ্গণে তাদের প্রোডাক্ট নিয়ে একটি মেলারও আয়োজন করা হয়। সর্বপরি এদিনের সম্মেলন সব দিক থেকে সার্থক লাভ করে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন