Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

বাগদা সীমান্তে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি

 ‌

Salvage-firearms

সমকালীন প্রতিবেদন : ‌আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র চোরাচালানের চেষ্টা ব্যর্থ করল সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফের অভিযানে ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৫০টি জীবন্ত কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে। এই বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ৬৮ নম্বর ব্যাটালিয়নের। 

বিএসএফ সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার মধুপুর এলাকায় গতরাতে একটি চোরাকারবারীর দল ভারতের দিক থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করে। সেইসময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা তাদেরকে থামতে বলেন।

কিন্তু বিএসএফদের দেখে ওই চোরাকারবারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই পরিস্থিতিতে জওয়ানেরা গুলি চালাতে বাধ্য হন। এরপরই চোরাকারবারীরা জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে সেখান থেকে তারা পালিয়ে যায়।

পরে বিএসএফের জওয়ানেরা সেখানে পৌঁছালে সেখান থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগের মুখ খুলতেই তার ভেতর থেকে উদ্ধার হয় ইউএসএ এর তৈরি ৪ টি পিস্তল, ৮ টি ম্যাগাজিন এবং ৫০ টি জীবন্ত কার্তুজ। পরে সেগুলি বাগদা থানার হাতে তুলে দেওয়া হয়।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন