Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

টেরাকোটার কাজের ওয়ার্কশপ

 ‌

Terracotta-work-workshop

শম্পা গুপ্ত : টেরাকোটার চাহিদা রয়েছে গোটা বাংলা জুড়ে. সেই টেরাকোটের কাজকে হাতে কলমে শেখাতেই 'সৃষ্টি বৈচিত্র্য' ‌নামে এক সংস্থার উদ্যোগে পুরুলিয়া শহরের কেতিকাতে একটি ওয়ার্কশপের আয়োজন হল পুরুলিয়া শহরে। 

আয়োজক সংস্থার পক্ষে ভাস্কর ঘোষ জানান, পুরুলিয়া সহ আসানসোল এবং চিত্তরঞ্জন থেকেও শিক্ষার্থীরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলেন। এই নিয়ে পরপর দুবছর এই ওয়ার্কশপের আয়োজন করা হলো। 

রবিবার সকালে ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর গোটাদিন ধরে টেরাকোটার কাজ শেখানো হয় ওয়ার্কশপে অংশ নেওয়া শিক্ষার্থীদের। পরে তাদের এই কাজ নিজে হাতে করার জন্য বিভিন্ন জিনিস তৈরি করতে দেওয়া হয়। 

এব্যাপারে ঝালদার বাসিন্দা ইঞ্জিনিয়ারিং এর এক ছাত্র জানান, এই কাজ হাতে কলমে শিখতেই আজ এসেছি। কাজ শেখার পাশাপাশি সকলে মিলে সারাদিন ধরে নতুন ধরনের অভিজ্ঞতার সাক্ষী হলাম।  

কিভাবে সহজ পদ্ধতিতে মূর্তি তৈরি করা যায় সে সম্পর্কে এদিন প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার্থীদের। এই ধরনের প্রশিক্ষণ তাঁদের আগামী জীবনে খুব উপকারে আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন