Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

অঙ্গনওয়ারি কেন্দ্রের খাদ্যসামগ্রী চুরির অভিযোগ

 ‌

Allegation-of-food-theft

সমকালীন প্রতিবেদন : ‌অঙ্গনওয়ারি কেন্দ্রের খাদ্যসামগ্রী চুরির অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটলো উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকায়। অঙ্গনওয়ারি কেন্দ্রের শিক্ষিকা আটকে রেখে বিক্ষোভ স্থানীয়রা। এমনকি শিক্ষিকাদের উদ্দেশ্য করে কটুক্তিও করা হয়।

দেগঙ্গা ব্লকের চাকলা পঞ্চায়েতের সাঁড়াবেড়িয়া অঙ্গনওয়ারি কেন্দ্রে পড়াশোনা করা শিশুদের ঠিকভাবে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন শিশুদের অভিভাবক এবং গ্রামবাসীরা। সোমবার স্কুলের শিক্ষিকারা কেন্দ্রে এসে উপস্থিত হতেই তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়।

অভিভাবকদের অভিযোগ, এই অঙ্গনওয়ারি কেন্দ্রে নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এমনকি খাদ্যসামগ্রী চুরি করে নিয়ে যাওয়া হয়। এই অভিযোগ তুলে এদিন অঙ্গনওয়ারি কেন্দ্রের শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবক এবং গ্রামবাসীরা।


যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষিকারা। তারা তাদের পক্ষে যুক্তিও দেখিয়েছেন। তবে তাদের যুক্তি মেনে নেন নি অভিভাবকেরা। দীর্ঘক্ষণ এইভাবে আটক থাকার পর পুলিশের হস্তক্ষেপে তারা মুক্তি পান। এদিন তাদের উদ্দেশ্য করে চোর বলে কটাক্ষ করা হয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন