Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৭ আগস্ট, ২০২২

Best education system : পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ডে

Best-education-system

পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ডে

 অজয় মজুমদার

শিক্ষাই একটা জাতিকে প্রকৃত মানব সম্পদ উপহার দিতে পারে৷ শিক্ষায় কোনও ফাঁকি উন্নত মানব সম্পদের জন্ম দিতে পারে না। বিশ্বের সেরা একটি শিক্ষা ব্যবস্থাসম্পন্ন দেশের নাম হলো ফিনল্যান্ড। এই দেশের শিক্ষা ব্যবস্থায় মনে করা হয়, শিশুদের শিশুর মতই থাকতে দেওয়া উচিত৷ অযথা হোম ওয়ার্কের বোঝা চাপিয়ে শিক্ষার্থীর জীবন দুর্বিষহ করার পক্ষপাতি নন তারা৷ 

ফিনল্যান্ডের হাইস্কুলগুলিতে এত অল্প হোমওয়ার্ক দেওয়া হয় যে, সেগুলি রাতে মাত্র আধ ঘণ্টাতেই শেষ হয়ে যায়। এলিমেন্টারি ও জুনিয়র স্কুলগুলিতে কোনও হোমওয়ার্ক দেওয়া হয় না৷ ফিনিশ স্কুলগুলি সম্পূর্ণভাবে ফ্রি৷ এর মধ্যে খাবার, বই, ভ্রমণ সহ শিক্ষা সংশ্লিষ্ট সব কিছু অন্তর্ভুক্ত৷ 

ওরা বিরাট দালান নির্মাণ করেন না। ওরা যেটা করেন, সেটা হলো ভিতরের পরিবেশে স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখেন। এলিমেন্টারি লেভেল ক্লাসে ২৪ এর বেশি শিক্ষার্থীকে অনুমোদন দেওয়া হয় না৷ অল্প শিক্ষার্থী, যথেষ্ট দক্ষ শিক্ষক, আনন্দদায়ক একটা পরিবেশের মধ্যে দিয়েই এগিয়ে চলছে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা। 

ফিনল্যান্ডে তেমন কোনও বড় পাবলিক পরীক্ষা নেই। কেবল উচ্চমাধ্যমিকের লেখাপড়া শেষে ন্যাশনাল ম্যাট্রিকুলেশন পরীক্ষা নামে একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়৷ সবারই যে সেখানে অংশগ্রহণ করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই৷ গোটা শিক্ষাব্যবস্থা পর্যালোচনা করার জন্য র‌্যান্ডম স্যামপ্লিং এর মাধ্যমে কিছু শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়৷ তাদেরই কেবল পরীক্ষা নেওয়া হয়। 

তাহলে ফিনিস শিক্ষার্থীদের মান কিভাবে নির্ধারিত হয়? পরীক্ষাগুলি হয় প্রজেক্ট নির্ভর, ক্লাসগুলি চাপমুক্ত করা হয়৷ আনন্দদায়ক এবং সৃজনশীল ব্যবস্থার মধ্যে দিয়ে জীবনের পাথেয় শিক্ষা নেওয়াটাকে দরকারি মনে করেন ফিনিশ নীতি নির্ধারকরা৷ জীবনের প্রথম বছরগুলিতে তথাকথিত সাফল্যের চাইতে, একজন শিক্ষার্থী কি শিখল, সেটাই গুরুত্বপূর্ণ ভাবেন শিক্ষকেরা৷ 

কিভাবে শিখতে হবে, কিভাবে জীবন যাপন করতে হবে অথবা খুঁজতে হবে নিজের আগ্রহের জায়গা। এগুলি শিখতে হয় একেবারে এলিমেন্টারি পর্যায়ে। ফিনল্যান্ডের জনসংখ্যা ৫৫ লাখের কিছু বেশি৷ ইউরোপের একটি দেশ। আজ থেকে ৫০ বছর আগে ফিনিশরা তাদের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন আনে। সে দেশের শিক্ষকরা দেশের হৃদপিণ্ড৷

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবেন বিশ্ববিদ্যালয় সেরা ডিগ্রী প্রাপ্তরা৷ এক বছর ট্রেনিং পিরিয়ড৷ ছাত্রদের মধ্যে থেকে ওয়ার্কশপ। ১০ শতাংশ নিয়োগপত্র দিয়ে, বাকিদের ছাঁটাই করা হয়৷ যারা বাদ পড়লেন, তারাও জীবনের সেরা ট্রেনিং পাওয়ার জন্য নিজেদের ধন্য মনে করেন৷ তারা সহজেই কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার নিয়োগপত্র পেয়ে যান।

শিক্ষকদের বেতন কাঠামো কঠোর পরিশ্রম এবং শিক্ষাদানের বিনিময়ে নির্ধারিত হয়। আইন কিংবা চিকিৎসক পেশার চাইতেও গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ভাবা হয় শিক্ষকতাকে৷ ইউএসএ শিক্ষকদের গড় বেতন ৩৬ হাজার ডলার৷ সেখানে একজন ফিনিশ তরুণ শিক্ষকের প্রারম্ভিক বেতন ২৯ হাজার ডলার। 

ফিনিশ নীতি নির্ধারকরা মনে করেন, আনন্দদায়ক এবং সৃজনশীল ব্যবস্থার মধ্যে দিয়ে জীবনের শিক্ষা নেওয়াটা প্রয়োজনীয়। তথাকথিত সাফল্যের চাইতে কি শিখল, সেটাই গুরুত্বপূর্ণ বলে ভাবেন তাঁরা। সেখানে  হারিয়ে যাচ্ছে বাংলার মানব সম্পদ৷ মেধা থাকা সত্ত্বেও৷ কারণ বিশ্লেষণের ভার আপনাদের উপরেই দিলাম। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন