সমকালীন প্রতিবেদন : ধীরে ধীরে খেলার ময়দানে নিজেদের পরিচিতি বাড়াচ্ছে সৌদি আরব। ফুটবলে সৌদি প্রো লিগ দিয়ে শুরু করার পর ফরমুলা ওয়ান রেসিং, টেনিস, রেসলিং, গলফ, বক্সিং, মোটর স্পোর্টসে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশ। আর এবার ক্রিকেটের দিকে পা বাড়াচ্ছে সৌদি। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সৌদি টি-টোয়েন্টি লিগ শুরু হবে। ৮ দল নিয়ে শুরু হবে টুর্নামেন্ট।
টেনিসের গ্র্যান্ড স্ল্যামের মতো এটা প্রতি বছর আলাদা আলাদা জায়গায় খেলা হবে। কিন্তু বাইশ গজে পা রাখতে গিয়ে শুরুতেই ধাক্কা খেল দেশটি। কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য টুর্নামেন্ট শুরু করতে সৌদি আরবকে সাহায্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর, কিছুদিন আগেই সৌদি টি-টোয়েন্টি লিগ নামে একটি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করেছে সৌদি আরব সরকারের নিয়ন্ত্রণাধীন এসআরজে স্পোর্টস। যেটার জন্য তারা বিনিয়োগ করতে চলেছে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৩৪২৮ কোটি টাকার আশপাশে। ব্রিটিশ সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের এই টি-টোয়েন্টি লিগ শুরু নিয়ে খুশি নয় ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।
জানা গিয়েছে, এই মর্মে ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়ে আলোচনায় বসেছিলেন বিসিসিআই ও ইসিবি-র কর্তারা। সেই সময়ে এই দুই বোর্ড এক হয়ে সিদ্ধান্ত নেয় সৌদি আরবের নতুন লিগের বিরোধিতা করার। দুই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের প্লেয়ারদের কোনও অনাপত্তির শংসাপত্র দেবে না সৌদি টি-টোয়েন্টি লিগ খেলার জন্য। যার অর্থ, সৌদি টি-টোয়েন্টি লিগে বিসিসিআই বা ইসিবি-র চুক্তিতে থাকা কোনও প্লেয়ার খেলতে পারবেন না।
শুধু এই সিদ্ধান্ত নেওয়াই নয়, ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড সৌদি টি-টোয়েন্টি লিগের বিরোধিতা করে আইসিসি-র কাছে আবেদন করেছে। দুই দেশের ক্রিকেট বোর্ড কাউন্সিলকে জানিয়েছে, আইসিসি যাতে এই টুর্নামেন্টের শুরুতে এখনই সবুজ সংকেত না দেয়। যদিও এই বিষয়ে আইসিসি-র তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে বিসিসিআই ও ইসিবি প্রতিবাদ করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া সৌদি আরব টি-টোয়েন্টি লিগের সঙ্গে হাত মেলাচ্ছে। অর্থাৎ, ভারত, ইংল্যান্ড থেকে সাহায্য না পেলেও অস্ট্রেলিয়া থেকে সাহায্য পাবে সৌদি আরব। ক্রিকেট অস্ট্রেলিয়ার লক্ষ্য হচ্ছে, তাদের নিয়ন্ত্রিত বিগ ব্যাশ লিগে প্রাইভেট ইনভেস্টর আনা। বর্তমানে বিগ ব্যাশ লিগের দলগুলোর মালিকানা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন