সৌদীপ ভট্টাচার্য : ফের দুই বাসের রেষারেষির বলি হলেন এক ব্যক্তি। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার খড়দা থানা এলাকায় দুটি বাসের রেষারেষিতে মৃত্যু হল এক বাইক আরোহীর। এই ঘটনার পর উত্তেজিত জনতা বাসে ভাঙচুর চালালো। বাসের চালক এবং খালাসীকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা, লোহার ব্যবসায়ী গৌতম গুহ স্কুটি নিয়ে ব্যবসার কাজে সোদপুরের দিক থেকে আগরপাড়ার দিকে যাচ্ছিলেন। এইসময় পানিহাটি ধানকল মোড়ে দুটি বাস রেষারেষি করে যাচ্ছিল। আর তাতেই ৭৮/১ রুটের বাসের সঙ্গে ধাক্কা লাগে ওই স্কুটি চালকের।
আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালক গৌতম গুহর। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা বাসে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ। ঘাতক বাস সহ চালক এবং খালাসীকে গ্রেপ্তার করে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন