সৌদীপ ভট্টাচার্য : সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন দলেরই একাংশের কর্মীরা। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান।
শ্মশান সংস্কার, ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ রাজ্য এবং কেন্দ্র সরকারের ১১ টি প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা দাস কাহার এবং তার স্বামী। এমনই অভিযোগ তুলে প্রধানের বাড়ির সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মীরা।
যদিও গোটা অভিযোগ অস্বীকার করে প্রধান মৌমিতা দাস কাহার জানিয়েছেন, সামনে পঞ্চায়েত নির্বাচন। আর তাই পরিকল্পিতভাবে বদনাম করার জন্য মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আগে টিনের ছাউনির বাড়িতে বসবাস করতেন। আর এখন পঞ্চায়েতের টাকা আত্মসাৎ করে রাজপ্রসাদ বানিয়েছেন। যদিও প্রধান হবার আগেই এই বাড়ি নিজেদের সম্পত্তি থেকে বানানো হয়েছে বলে প্রধানের পাল্টা বক্তব্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন