Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৮ মে, ২০২২

‌বন্ধুর বাড়িতে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী যুবতী

Young-woman-commits-suicide-by-setting-fire

সৌদীপ ভট্টাচার্য : দুই বন্ধুর মধ্যেদিন কয়েক ধরেই  চলছিল টানাপোড়েন। আর তার জেরে বন্ধুর বাড়িতে এসে গায়ে ‌আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবতী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার ইছাপুর আনন্দমঠ সি ব্লক এলাকায়। 

পুলিশ জানিয়েছে, মৃতার নাম চর্চিতা ব্যানার্জি (২০)। তাঁর বাড়ি ব্যারাকপুর পঞ্চাননতলায়। চর্চিতা বিউটিশিয়ান কোর্স করছিলেন। মৃতার বান্ধবী নবনীতা দাস জানান, ফেসবুকে চর্চিতার সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। নবনীতা এবং চর্চিতা– উভয়ের মধ্যে পরবর্তীতে গভীর বন্ধুত্ব তৈরি হয়। দুজন দুজনের বাড়িতে যাতায়াত শুরু করেন। 

এদিন রাতে মায়ের সঙ্গে স্কাউট থেকে বাড়ি ফিরে দেখেন চর্চিতা দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকে কথা বলবে বলে জানালে নবনীতা কথা বলতে রাজি হন নি। এরপর নবনীতা পিসির বাড়িতে চলে যান। 

কিছুক্ষন বাদে স্থানীয় এক যুবক আগুন আগুন বলে চিৎকার করে ওঠেন। দেখা যায়, নবনীতাদের বাড়ির দোতলায় গায়ে আগুন লাগিয়েছেন চর্চিতা। ঝলসানো অবস্থায় তাঁকে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন