Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৩ মে, ২০২২

‌বাগদায় কৃষকের ধানের গাদায় আগুন

Fire-in-the-paddy-field

স‌মকালীন প্রতিবেদন : ধানের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বাগদা থানার হরিহরপুর গ্রামে। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকের দাবি। এব্যাপারে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

জানা গেছে, উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হরিহরপুর গ্রামের রবিউল মন্ডল নামে এক কৃষক তাঁর ৮ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। রবিবার সেই পাকা ধান বাড়িতে নিয়ে এসে গাদা দিয়ে রেখেছিলেন। অন্যান্য দিনের মতো রাতের খাওয়া দাওয়া করে বাড়ির লোকেরা শুয়েও পরেন। 

এরপর গভীর রাতে হঠাৎ করে প্রতিবেশীদের ডাকে ঘুম ভেঙে যায় বাড়ির লোকেদের। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন ধানের গাদায় আগুন জ্বলছে। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালান তাঁরা। কিন্তু আগুনে ধান সহ খড় পুড়ে নষ্ট হয়ে যায়। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক রবিউল মন্ডল। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন