Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

MURDER : তৃণমূল নেতা খুনে ৩ সদস্যের সিআইডি দল, তদন্তে পুলিশ কুকুর

  

Trinamool-leader-murdered-3-member-CID-team

সৌদীপ ভট্টাচার্য : ‌তৃণমূল নেতা খুনের ঘটনায় সিআইডির ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হল।  রবিবার তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি, পুলিশ কুকুর এনেও তদন্তের কাজ চালানো হয়। এই খুনের ঘটনার পেছনে বিজেপি সাংসদ অর্জুন সিং যুক্ত আছেন বলে সরাসরি অভিযোগ করেছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


উল্লেখ্য, শনিবার রাতে উত্তর ব্যারাকপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শিপ্রা মজুমদারের স্বামী গোপাল মজুমদারকে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা। এদিন রাত সোয়া ৯ টা নাগাদ তিনি যখন বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে প্রথমে গুলি চলায়। তারপর তাঁর মাথায় চপার দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর তাঁকে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


দলীয় সূত্রে জানা গেছে, গোপাল মজুমদার নোয়াপাড়া শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি ছিলেন। এলাকায় তাঁর যথেষ্ট প্রতিপত্তি ছিল। খুনের ঘটনার পর রাতেই ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, নোয়াপাড়া থানার পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল ঘুড়ে দেখেন তিনি। কোনও প্রত্যক্ষদর্শী বা সিসি ক্যামেরার ফুটেজ আছে কি না, পুলিশ তাও খতিয়ে দেখে। খুনের ঘটনার বিষয়ে সূত্রে মিলেছে বলে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন। 


এই খুনের ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল। এদিন রাতেই এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এলাকার বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে। রবিবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। যদিও এব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে চান নি।‌ এদিন মৃত গোপাল মজুমদারের বাড়ি যান জ্যোতিপ্রিয় মল্লিক সহ জেলার একাধিক তৃণমূল নেতা। পরেসাংবাদিকদের কাছে জ্যোতিপ্রিয় সরাসরি অভিযোগ করেন, এই খুনের ঘটনার পেছেনে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর হাত রয়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন