সমকালীন প্রতিবেদন : সরকারিভাবে রাজ্যে পুরভোটের দিনক্ষণ ঘোষনার আগেই উত্তর ২৪ পরগনার হাবড়াতে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বামেরা। রবিবার সন্ধেয় হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর উপস্থিতিতে বামফ্রন্ট হাবড়া পুরসভার ২৪ টি ওয়ার্ডের ২৪ জনের নাম তালিকা ঘোষণা করে। এদিন মঞ্চে প্রার্থীদের হাজির করানো হয়।
দিন কয়েক আগেই অশোকনগরে সাংবাদিক বৈঠক করে সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর ঘোষনা করেছিলেন, পুর নির্বাচনে রেড ভলান্টিয়ারদের প্রার্থী করা হবে। রবিবার হাবড়া পুরসভা এলাকার জন্য যে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে, তারমধ্যে সবাই রেড ভলান্টিয়ারের সদস্য না হলেও বেশ কয়েকজন এই তালিকায় স্থান পেয়েছেন।
এই তালিকায় গতবারের জয়ী প্রার্থী রয়েছেন ৬ জন। মহিলা প্রার্থী রয়েছেন ১০ জন। আর রেড ভলান্টিয়ার রয়েছেন ৮ জন। প্রার্থী তালিকায় নতুন প্রজন্মকে জোর দেওয়া হয়েছে। বামেরা মনে করছেন, করোনার সময় রেড ভলেন্টিয়ারেরা যেভাবে মানুষের পাশে ছিলেন, তাতে মানুষ খুশি। আর তাই আগামী দিনে তাঁরাই হাবরাবাসির পাশে থাকবেন।
হাবড়া পুর নির্বাচনে বামেদের প্রকাশিত এদিনের প্রার্থী তালিকা—
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন