Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

করোনা সংক্রমণ ঠেকাতে সপ্তাহে ৩ দিন বাজার বন্ধের সিদ্ধান্ত

   

Decision-to-close-the-market-for-3-days

সৌদীপ ভট্টাচার্য : ‌বার বার সচেতন করার পরেও এক শ্রেণীর মানুষ করোনা বিধি না মানায় অবশেষে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বারাসত পুরসভা কর্তৃপক্ষ। আপাতত সপ্তাহে তিনদিন দোকান, বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহকুমা প্শাসন এবং পুলিশের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত বলে পুরসভা সূত্রে জানা গেছে।



প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার গ্রাফ। আর তাই পরিস্থিতি সামলাতে বারাসত পুরসবা এলাকার সমস্ত বাজার, দোকান, হাট এমনকি শপিং মলও সপ্তাহে ৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা রবিবার ঘোষনা করলেন পুর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। আপাতত সপ্তাহের মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার এই বন্ধের দিন ঠিক করা হয়েছে। ১১ জানুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকরী হবে।


এব্যাপারে পুর প্রশাসক সুনীল মুখোপাধ্যায় জানান, 'বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে, ভিড় এড়িয়ে চলুন, মাস্ক পরুন, দূরত্ববিধি মেনে চলুন। কিন্তু একশ্রেণীর মানুষ কিছুতেই কথা শুনছেন না। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হল।' এদিকে, রবিবার গোটা হাবড়া হাসপাতাল চত্বর স‌্যানিটাইজ করার ব্যবস্থা করল হাবড়া পুরসভা কর্তৃপক্ষ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন